For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঈদে চলছে দুর্দান্ত পোশাকের ধারা, কেমন পোশাক বেছে নেবেন আপনি

05:05 PM Jun 04, 2024 IST | Reshmi Khatun
ঈদে চলছে দুর্দান্ত পোশাকের ধারা  কেমন পোশাক বেছে নেবেন আপনি
courtesy google
Advertisement

নিজস্ব প্রতিনিধি : সামনেই ঈদুল আযহা উৎসব। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পোশাক বাছাই। পোশাকের ধরণ নিয়ে মেয়েরা চিরকালই একটু খুঁতখুঁতে। পোশাক চাই মনের মত। এর জন্য দশ বিশটা মার্কেট অনায়াসেই ঘুরে ফেলবে তাঁরা। তবে পোশাক বাছাই নিয়ে আপনি কী চিন্তার মধ্যে আছেন ? জেনে নিন এবারে ঈদের ধারা হিসেবে কেমন পোশাক বেছে নেওয়া যায়।

Advertisement

টপ স্কার্ট :  এখন বাজারে পাওয়া যাচ্ছে ঝলমলে টপ স্কার্ট। নেট, জর্জেট, বিভিন্ন রকমের ডিজাইন করা স্কার্ট। উৎসবের মরসুমে বেছে নিতে পারেন টপ স্কার্ট। এটি পরতে বেশি ঝামেলা নেই, আবার দীর্ঘক্ষণ পরে থাকা যায়। অন্যরকম লুক আনতে চাইলে বেছে নিতে পারেন টপ স্কার্ট। আপনার ফিগারের সাথে মিল রেখে স্কার্ট বেছে নিতে পারেন।

Advertisement

সাহারা সুট :  ঐতিহ্য এবং মর্ডান দুটোই মিশ্রণ এই সাহারা সুট। খোলা চুলের সঙ্গে এটা বেশ মানায়। বিভিন্ন রকমের সাহারা সুট বাজারে এসছেষ কিংবা অনলাইন থেকেও পছন্দমত অর্ডার করতে পারেন।

গাউন : বরাবরই গাউনে মেয়েদের আলাদাই সৌন্দর্য্য। অনুষ্ঠানে কিংবা উৎসবের মরসুমে গাউনেই বাজিমাত। লং গাউনে মেয়েদের দেখতে বেশ ভালই লাগে। তবে যদি সামলাতে না পারেন তবে গাউনের পরিবর্তে অন্যকিছু বেছে নিতে পারেন। সেক্ষেত্রে শর্ট গাউন ও বেছে নিতে পারেন।

কো অর্ড সেট :  সারাক্ষণ ভারী পোশাকে ক্লান্ত হয়ে গেলে কো অর্ড সেট বেছে নিতে পারেন বন্ধুদের সঙ্গে আড্ডায়। এটি পরতে খুব আরাম। গরমে ঝামেলাও নেই।

প্যান্ট কার্ট সালোয়ার :  এই গরমে সাদা পোশাক বেশ আরামদায়ক। সেক্ষেত্রে প্যান্ট কাট সালোয়ার বেছে নিতে পারেন। সাদা রঙের সালোয়ার পরেই ঘুরতে পারেন আপনি।

Advertisement
Tags :
Advertisement