For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

চৈত্র সেলে বাজার কাঁপাচ্ছে এই ৪ ধরণের শাড়ি

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন শাড়ি এ বছর পয়লা বৈশাখে বং ডিভাদের পছন্দের তালিকায় রয়েছে?
10:46 PM Mar 28, 2024 IST | Sushmitaa
চৈত্র সেলে বাজার কাঁপাচ্ছে এই ৪ ধরণের শাড়ি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ভোট আবহে বাঙালি একেবারেই ভুলে যায়নি যে, আসছে পয়লা বৈশাখ। বাংলার নববর্ষ। এই দিনটা সকল বাঙালিদের কাছেই খুব স্পেশাল। বিশেষ করে, নববর্ষের প্রাক্কালে নতুন নতুন জামাকাপড় কেনারও একটা ধুম থাকে। কথায় আছে না, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তাই দুর্গা পুজোর মতো পয়লা বৈশাখও বাঙালিদের কাছে একটি ফেস্টিভ্যাল। তবে এই মরসুমের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, চৈত্র সেল। এই সময়ে স্বল্প মূল্যে জিনিসপত্র কেনার এক্কেবারে ধুম পড়ে যায়। যাই হোক, এবারে পয়লা বৈশাখ এর জন্যে ট্রেন্ডিংয়ে রয়েছে ৪ রকমের শাড়ি। এখন বঙ্গতনয়াদের এটাই ক্রেজ। শাড়ি নারী দের অলংকার। আর বং ডিভাদের শাড়ির প্রতি যে বিশেষ ভালোবাসা আছেই, তা বলার অপেক্ষা রাখে না। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন শাড়ি এ বছর পয়লা বৈশাখে বং ডিভাদের পছন্দের তালিকায় রয়েছে? 

Advertisement

খাদি সুতির শাড়ি

Advertisement

গরমে পরার জন্যে খাদির সুতির শাড়ি বেস্ট অপশন। তাই তো অন্যান্য বারের মতো এই বছরেও খাদি সুতির শাড়ি বাজার কাঁপাচ্ছে। তাই নববর্ষে এমন একটা শাড়ি আপনি আপনার আলমারিতে রাখতেই পারেন। 

ফ্যান্সি হ্যান্ডলুম শাড়ি

এই ধরনের শাড়ি বাজেট ফ্রেন্ডলি এবং আরামদায়ক। তাই এই ধরনের শাড়ির চাহিদাও তুঙ্গে। আর চৈত্র সেলে কম খরচে এমন একটা শাড়ি রাখতেই পারেন নিজের আলমারিতে। 

জামদানি শাড়ি

বাংলার তাঁতের জনপ্রিয়তা আজকের নয়। এমনকি বিদেশেও এই শাড়ির চাহিদা তুঙ্গে। তাই বাঙালির এই বিশেষ উৎসবে জামদানি শাড়িও সমান গুরুত্ব পাচ্ছেন। এখন আবার রকমারি জামদানি শাড়ির কালেকশন নিজের শাড়ীর তালিকায় রাখতেই পারেন। 

ব্লক প্রিন্টের সুতির শাড়ি

এই ধরনের শাড়িও যে বাঙালি সুন্দরীরা বেশ পছন্দ করেন, তা বলাই বাহুল্য। আবার সুতির ছাপা শাড়ির সঙ্গে পয়লা বৈশাখের নস্টালজিক যোগ রয়েছে, তাই পয়লা বৈশাখে নস্টালজিক তায় মাততে এমন একটা শাড়ি আপনার আলমারিতে থাকা উচিতই।

Advertisement
Tags :
Advertisement