OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘আমাদের টাকা দিচ্ছে না, বাংলা কী দোষ করেছে?’, কেন্দ্রকে প্রশ্ন মমতার

সব টাকা কেন্দ্রের পকেটে যাচ্ছে, আর আমাদের টাকা দিচ্ছে না। বাংলা কী দোষ করেছে - শিলিগুড়ি থেকেই কেন্দ্রকে প্রশ্ন ছুঁড়লেন মমতা।
03:32 PM Dec 12, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ(North Bengal) সফরের শেষ দিনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকেই ফের কেন্দ্রকে নিশানা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শিলিগুড়ির(Silliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নাম না করেই নিশানা বানিয়েছেন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জমি শক্ত করতে গত ৭ দিন ধরে সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি কর্মসূচি ছিল তাঁর। যেখানেই সভা করেছেন, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে নিজের বক্তব্য পেশ করেছেন। ধারাবাহিক ভাবে কেন্দ্রকে আক্রমণও করেছেন। এদিনও শিলিগুড়ির সভা থেকে তিনি বলেন, ‘অনেকেই বলেন, উত্তরবঙ্গ অবহেলিত। আলাদা রাজ্যের দাবি তোলেন। কিন্তু উত্তরবঙ্গ আর অবহেলিত নয়। অনেক কাজ হয়েছে এখানে। আমরা কথা কম বলি, কাজ বেশি করি।’  

এদিন কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন ভোট আসছে, কেন্দ্রের মনে পড়েছে বিনামূল্যে চাল দেওয়ার কথা। আমরা কিন্তু সারাবছর বিনামূল্যে রেশন দিই। আগে যখন শিলিগুড়ি আসতাম কতক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হত। এখন কত রাস্তা হয়েছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তা, স্বাস্থ্য যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আগে জিএসটি না থাকায় রাজ্য সরকার নিজে ট্যাক্সের টাকা তুলত। জিএসটি চালু হওয়ার পর সব বন্ধ হয়ে গিয়েছে। এক দেশ, এক ট্যাক্স-এর নামে চালু করা হল জিএসটি। কী লাভ হল সবাই দেখতে পারছে। সব টাকা কেন্দ্রের পকেটে যাচ্ছে, আর আমাদের টাকা দিচ্ছে না। বাংলা কী দোষ করেছে? কিন্তু চিন্তা করবেন না, আগামিকাল দেশ যা ভাবে বাংলা তা আজ ভাবে। তাই আমাদের বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে। আমাদের বাংলাই সব দেশকে নেতৃত্ব দেবে। আর সকলকে আমরা মর্যাদা দেব। সকলের জন্য কাজ করব।’

এদিন মমতা নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা বানিয়েছেন। বলেছেন, ‘আমরা রাজনীতি কম করি, উন্নতি বেশি করি। কেউ কেউ আছে, সারা দিন কুৎসা করে, গালাগাল দেয়। মনে রাখবেন, খারাপ কথা বললে মন খারাপ হয়, ইতিবাচক মনোভাবের ক্ষতি হয়। শুনে রাখো বিজেপি সরকার, আমরা শুধু ভোটের সময় ৫ কেজি চাল, আটা দিই না। সারা বছর দিই। আবার ভোট এসেছে, অমনি ঘণ্টা বাজাতে শুরু করে দিয়েছে। এই দেব, সেই দেব বলছে। আজকে আর উত্তরবঙ্গ বঞ্চিত নয়। আজকে উত্তরবঙ্গ উন্নত। উন্নত শির হয়ে দাঁড়িয়ে রয়েছে।’

Tags :
Chief Minister of West BengalMamata BanerjeeNarendra modinorth bengalSilliguri
Next Article