OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘যারা সোনা, রূপো বা ব্রোঞ্জ পেয়েছে, তাঁরা চাকরি চাইলে চাকরি দেবে সরকার’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জাতীয় বা আন্তর্জাতিক স্তরে বাংলার কোনও খেলোয়াড় পদক জিতে রাজ্য সরকারের কাছে চাকরি চাইলেই ব্যবস্থা করে দেবে রাজ্য। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
05:48 PM Jan 25, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: দেশের সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কলকাতার বুকে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এদিন বসেছিল খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার প্রদান ও সম্মান জ্ঞাপনের আসর। পাশাপাশি ছিল সেই অনুষ্ঠান থেকেই রাজ্যের প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্ৰদানের শুভ সূচনাও। সেখানেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বড় ঘোষণা করে দিলেন। কার্যত তিনি এটা বুঝিয়েই দিলেন এবার থেকে রাজ্যের কোনও খেলোয়াড়(Players of Bengal) যদি জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কোনও পদক(Medal Winner) যেতে এবং তাঁর যদি চাকরির(Job) দরকার হয়, সে যদি চাকরি চায় তাহলে তাঁর চাকরির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার(West Bengal State Government)। আর এই ঘোষণাকে শুধু মুখের কথার মধ্যেই সীমাবদ্ধ রাখলেন না মুখ্যমন্ত্রী। ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে তিনি রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে নির্দেশ দিলেন এর জন্য প্রয়োজনীয় আইন তৈরি করতে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের উঠতি ও সম্ভাব্য ক্রীড়াবিদদের জন্য বড় আশার আলো হয়ে উঠল। তাঁরা আরও উৎসাহ পাবে আরও ভালো খেলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জেতার জন্য। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ ৩২২ জনকে সম্মান জানানো হল, যারা বিভিন্ন ক্ষেত্রে ভালো খেলেছেন। ৬ কোটি ৪২ হাজার টাকা খরচ করে সম্মান জানানো হল। পুলিসের ৮ জনকে সূর্যপদক দেওয়া হল। আশা করি, রাজীব কুমারের নেতত্বে রাজ্য পুলিস ভালো কাজ করবে। যারা পুরস্কার পেলেন, তাঁদের মধ্যে কেউ যদি মনে করেন চাকরি করতে ইচ্ছুক, আমি তাঁদের বলব, বায়োডাটাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন। কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলেমেয়েরা, যাঁরা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করবে, আর যারা স্বর্ণ বিজয়ী, ব্রোঞ্জ বিজয়ী, সিলভার বিজয়ী তাঁরা যদি চাকরি চান, আমরা একটা স্পেশ্যাল সিস্টেম করে, নতুন আইন করে, আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব। আমি মুখ্যসচিবকে ইতিমধ্যেই বলেছি কাগজপত্র তৈরি করতে, সুতরাং আপনাদের সবসময় স্বাগত। আপনারা চাকরিতে ঢুকলে সুবিধা হল, আপনারা সবচেয়ে ভালো কাজ করতে পারেন পুলিশে। কারণ আপনাদের শরীর খুব ফিট। তাই যাদের ১৮ মাস ট্রেনিং লাগে, তাদের হয়ত ১ মাস ট্রেনিংয়েই কাজে লাগিয়ে দেওয়া যাবে, যোগ্যতা অনুযায়ী। সিস্টেম মেনেই সেগুলো করা হবে। আমি অরূপকে বলব একটা ডেস্ক রাখতে, কাউকে না খুঁজে, হয়রানির শিকার না হয়ে, তাঁদেরটা তাঁরা সেখানে গিয়ে জমা দিতে পারবেন।’

Tags :
JobMamata BanerjeeMedal WinnerPlayers of BengalWest Bengal State Government
Next Article