OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কেরলে বিজেপির ঐতিহাসিক জয়, সুরেশ গোপির হাত ধরে নয়া অধ্যায়ের সূচনা

বর্তমান রেকর্ড অনুযায়ী, অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে উঠেছেন 4,09,239 ভোট। 3,34,160 ভোট নিয়ে দ্বিতীয় স্থানে পিছিয়ে LDF-এর VS সুনীল কুমার!
06:06 PM Jun 04, 2024 IST | Susmita

নিজস্ব প্রতিনিধি: গণতান্ত্রিক উৎসবের আজ প্রতীক্ষিত দিন। লোকসভা নির্বাচনের ভোট ফলাফল। কে জিতবে, কে হারবে, গোটা দেশের এখন পাখির চোখ ভোটের ফলাফলের ওপর। মোটামুটি ভোট গণনা পর্ব শেষ পর্যায়ে। গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের সঙ্গে তুমুল টক্কর হচ্ছে অন্যান্য দলগুলির। কে জিতবে কে হারবে! টানটান উত্তেজনা। ইতিমধ্যেই একাধিক জয়ীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। তবে এবারের লোকসভা নির্বাচনের বেশি আকর্ষণীয় দিকপালরা ছিলেন তারকা প্রার্থীরা। বহু তারকারা বিভিন্ন দলের প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে কেউ নতুন, আবার কেউ বহুদিন ধরেই রাজনীতিতে নিজের জায়গা পাকিয়েছেন। কেননা সিনেমা আর রাজনীতির সম্পর্ক অনেক পুরনো।

বলিউড থেকে দক্ষিণ পর্যন্ত অনেক তারকা, যারা চলচ্চিত্রে তাদের অভিনয় দক্ষতা প্রমাণ করার পরে, তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য রাজনীতিতে প্রবেশ করেছেন। ইতিমধ্যেই মান্ডি থেকে কঙ্গনা রানাউত, মথুরা থেকে হেমা মালিনী বিপুল ভোটে জিতে গিয়েছেন। এছাড়াও বিজয়ী হওয়ার পথে রয়েছেন আরও একাধিক তারকারা। এদিকে কেরলের ত্রিশুর থেকে বিপুল ভোটে জয়ী হলেন অভিনেতা তথা পরিণত রাজনীতিবিদ সুরেশ গোপী। যা কিনা ইতিহাসে প্রথম, কেরলে বিজেপির নতুন অধ্যায়ের সূচনা হল। এর আগে বিজেপি ঢুকতে পারেনি কেরলে। এই প্রথম কেরলে প্রবেশ করল বিজেপি। ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুরেশ গোপী। তাঁর জয় ঐতিহাসিক প্রমাণিত হয়েছে, তিনি ৭৫,০৭৯ ভোটের চিত্তাকর্ষক লিড নিয়ে ত্রিশুর আসনে বিজয়ী হয়েছেন। বর্তমান রেকর্ড অনুযায়ী, অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে উঠেছেন 4,09,239 ভোট। 3,34,160 ভোট নিয়ে দ্বিতীয় স্থানে পিছিয়ে LDF-এর VS সুনীল কুমার! তবে তাঁর জয় শুধুমাত্র কেরলে বিজেপির প্রথম জয়ের ইঙ্গিতই দেয় না বরং সুরেশ গোপীকে রাজ্য থেকে নির্বাচিত প্রথম সাংসদ হিসেবেও পরিচয় করিয়ে দিয়েছে। মালায়ালম অভিনেতা সুরেশ গোপী তাঁর জোরালো জয় নিয়ে মুখ খুলেছেন৷

১৯৮৯ সালে ত্রিশুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী জলে প্রথমবার বিজেপি তার পায়ের আঙুল ডুবিয়েছিল, তখন তারা সামান্য ৫.৩৫ % ভোট পেয়েছিল। এটি রাজ্যের অন্যত্র তাদের কর্মক্ষমতা প্রতিফলিত করেছে। এই প্রবণতাটি ২০১৪ সাল পর্যন্ত পরবর্তী সাতটি নির্বাচনের জন্য স্থগিত ছিল, তাদের ভোটের ভাগ মাত্র ১০% ছিল। তবে, ২০১৯ সালে একটি নাটকীয় মোড় নিয়েছিল কারণ এই মন্দিরের শহরে সুরেশ গোপীর প্রবেশ স্থানীয় নির্বাচনের গতিশীলতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করেছে। জয়ী হওয়ার পর একটি সংবাদমাধ্যমকে প্রবীণ মালয়ালম অভিনেতা বলেন, “আমি সম্পূর্ণ উচ্ছ্বসিত মেজাজে আছি। যা খুবই অসম্ভব ছিল তা গৌরবময়ভাবে সম্ভব হয়েছে...এটি ৬২ দিনের প্রচার প্রক্রিয়া ছিল না, এটি ছিল গত ৭ বছর ধরে একটি আবেগপূর্ণ যাত্রা।'

Tags :
suresh gopi
Next Article