For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কাজের চাপে নাজেহাল, বসন্তে মন চাঙ্গা করতে ঘুরে আসুন এখান থেকে

সেসময় পশুপাখিরাও কিন্তু অন্য মেজাজে থাকে। তাই বসন্তকালে বেড়ানোর মজাই আলাদা। তারপরে সেটা আবার যদি হয় বসন্ত।
09:06 PM Feb 16, 2024 IST | Sushmitaa
কাজের চাপে নাজেহাল  বসন্তে মন চাঙ্গা করতে ঘুরে আসুন এখান থেকে
Advertisement

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজো চলে গেল, আস্তে আস্তে শীতও প্রায় যাওয়ার পথে, আর শীতের শেষ, গরমের শুরুর সময়কালটিকে বলে ঋতুর রাজা বসন্ত। প্রেমের সময়, বেড়াতে যাওয়ার সময়। তবে বসন্ত মানে কেবল পাহাড় নয়। বসন্ত মানে জঙ্গলও। আজ খোঁজ দেব, বসন্তে ঘুরতে যাওয়ার জন্যে কয়েকটি মনোরম জায়গার।আসলে বসন্তকালে জঙ্গল আরও সুন্দরী হয়ে ওঠে। ফুলে ভরা গাছ, পাখিদের ডাক। তাই জঙ্গল সাফারি করার জন্যে এর থেকে ভাল সময় আর হয়না। সেসময় পশুপাখিরাও কিন্তু অন্য মেজাজে থাকে। তাই বসন্তকালে বেড়ানোর মজাই আলাদা। তারপরে সেটা আবার যদি হয় বসন্ত।

Advertisement

আর প্রকৃতির সঙ্গে দেখা করতে ঘুরে আসুন আসুন দেশের Kaziranga National Park থেকে। জঙ্গল যে এই সময় কতটা সুন্দরী হয়ে ওঠে, তা একমাত্র জানতে পারবেন পাশের রাজ্য কাজিরাঙার জঙ্গলে গেলেই। যেখানে গেলে দেখতে পারবেন, এক শৃঙ্গ গণ্ডার, সুযোগ থাকবে জঙ্গল সাফারির। তবে যাওয়ার আগে অসমের বনদফর মারফত সফারি আর ফরেস্ট ট্যুরিস্ট লজ বুক করে নেবেন। জঙ্গলে প্রবেশ করলেই বুঝতে পারবেন প্রকৃতির স্বর্গীয় রূপ। 

Advertisement

চারিদিকে শাল-শিমুল-পলাশ গাছের ছড়াছড়ি। আগুন রঙের পলাশে রঙিন হয়ে যায় চারপাশ। পলাশের গন্ধে পশু পাখিরা হাজির হচ্ছে গাছের নীচে বিমোহিত হয়ে ওঠে। জঙ্গলের প্রবেশদ্বারেই দেখা মিলবে অসংখ্য শাল-শিমূল গাছের। জঙ্গলের মাঝেই রয়েছে বুড়াপাহাড় রেঞ্জ। সেই জঙ্গলে রয়েছে আসল আদিবাসী জাতি। চোখে পড়বে বিস্তীর্ণ তৃণভূমি, যেখানে এক শৃঙ্গ গণ্ডারের বিচরণ। এছাড়াও দেখতে পারেন, বুনো মহিষ, সম্বর, মাছরাঙা, পেলিক্যান, হাতির দল। তাই কাজের চাপে বিগড়ে যাওয়া মেজাজ চাঙ্গা করতে ঘুরে আসুন এই জঙ্গল থেকে।

Advertisement
Tags :
Advertisement