For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সংসদে তৃণমূলের প্রমীলা ব্রিগেডে কারা রয়েছেন? দেখে নিন …

05:55 PM Jun 05, 2024 IST | Srijita Mallick
সংসদে তৃণমূলের প্রমীলা ব্রিগেডে কারা রয়েছেন  দেখে নিন …
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে বয়ে গেছে সবুজ ঝড়। ৪২ টির মধ্যে ২৯ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তারমধ্যে ১১ টি আসনে জয়ী হয়েছেন মহিলারা। আর এই জয়ী নারী ব্রিগেডই চলেছে সংসদের পথে। তাদের মধ্যে যেমন  রয়েছেন নয়া মুখ তেমনি রয়েছে পুরনো সারথীরা। অন্যদিকে বিজেপির ভরাডুবির  জেরে বাংলায় নেই  কোন সাংসদের মহিলা প্রতিনিধি। এরফলে সংসদে যেতে  চলেছে  বাংলা থেকে একমাত্র তৃণমূলের মহিলা ব্রিগেডই।  

Advertisement

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা, বিধানসভা কিংবা পুরসভা সব স্তরেই মহিলাদের বেশি প্রাধান্য দিয়ে থাকেন। রাজ্যসভাতেও রয়েছে তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। রাজ্য বিধানসভাতে ও তৃণমূল সদস্যদের ৩৩ শতাংশের বেশি মহিলা। এখান থেকেই স্পষ্ট যে বাংলার নারীদের বেশি প্রাধান্য দিয়ে থাকেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রসঙ্গত,  ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৯ আসনে জিতেছিল তৃণমূলের মহিলা সদস্য। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। তাদের মধ্যে পাঁচ জন নতুন মুখ। তাঁরা হলেন- রচনা বন্দোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, মিতালি বাগ।

একনজরে দেখে নিন তৃণমূলের  মহিলা বিগ্রেড-

কলকাতা দক্ষিণ-  মালা রায়

বারাসত- কাকলি ঘোষ দস্তিদার

উলুবেড়িয়া - সাজদা আহমেদ

বীরভূম-  শতাব্দী রায়

জয়নগর- প্রতিমা মণ্ডল

কৃষ্ণনগর-  মহুয়া মৈত্র

যাদবপুর-  সায়নী ঘোষ

বর্ধমান পূর্ব-  শর্মিলা সরকার

মেদিনীপুর-  জুন মালিয়া

হুগলি-  রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগ-  মিতালী বাগ

Advertisement
Tags :
Advertisement