OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কাঁথিতে শেষ হাসি কে হাসবেন? আশায় তৃণমূল-বিজেপি দুই শিবির

কাঁথি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী দুই দলই। তৃণমূল আর বিজেপি। তবে দুই দলকেই ভিন্ন ভিন্ন এলাকায় অন্তর্ঘাতের মুখোমুখি হতে হচ্ছে।
04:37 PM Jun 01, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটেও উত্তম বারিকের লড়াইটা ছিল কঠিন। যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে লড়াই শেষে শেষ হাসি হেসেছিলেন তিনিই। এবার লোকসভা নির্বাচনেও(Loksabha Election 2024) তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ। কাঁথি লোকসভা কেন্দ্রে(Contai Constituency) ৭টির মধ্যে ৪টি বিধানসভা রয়েছে বিজেপির দখলে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে উত্তমের হাত ধরেই কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল(TMC) ধরে রাখবে বলে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। উত্তমের হাত ধরেই কাঁথির অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটবে, এই আশায় বুক বাঁধছেন তাঁরা। কেননা, একুশের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়ে বাজিমাত করেছিল। সেই স্বপ্নভঙ্গ হতেই বহু সাধারণ মানুষ বিজেপির(BJP) দিক থেকে মুখ ফিরিয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের। আর তার জেরেই তাঁরা কাঁথিতে বাজিমাত করার আশা রাখছেন। আবার বিজেপির দাবি, তৃণমূলের অনেকে এবার বিজেপিতে ভোট দিয়েছেন। তাই বাজিমাত করবেন তাঁরাই।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কাঁথি উত্তর ও দক্ষিণ, খেজুরি এবং ভগবানপুরে জয়ী হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা রামনগর, পটাশপুর ও চণ্ডীপুর থেকে নির্বাচিত হয়েছিলেন। বিধানসভা ভোটের নিরিখে কাঁথি লোকসভা আসনে বিজেপি প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে থেকে লড়াই শুরু করেছিল। তবে তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এই জেলার রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে তৃণমূল। কাঁথি লোকসভার মধ্যে পটাশপুর, রামনগর, চণ্ডীপুর আসনে এবারে তৃণমূল লিড পাওয়ার ব্যাপারে আশাবাদী। যদিও এখনও কাঁথি দক্ষিণ ও খেজুরি থেকে বিজেপির লিড এক প্রকার নিশ্চিত। তবে, এবার ভগবানপুরের রেজাল্টে চমক থাকতে পারে। ২ বছর আগে ভগবানপুরে ২৭ হাজার ৫৪৯ ভোটে জিতেছিল বিজেপি। এবার সেই মার্জিন ধরে রাখা দূরের কথা, লিড পাবে কি না, তা নিয়ে‌ই জোর  চর্চা চলছে। কারণ বরোজ, অর্জুননগর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় দাপটের সঙ্গে ভোট করেছে শাসক দল। তাই ভগবানপুর থেকে লিড নেওয়ার ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব।

তবে, কাঁথি উত্তর কেন্দ্রে এবার তৃণমূলের মধ্যে অন্তর্ঘাত হয়েছে বলে অনেকেই মনে করছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কারণেই আসনটি খুইয়েছিল শাসক দল। এবারও পুরনো সেই রোগ কিছু জায়গায় দেখা দিয়েছিল। কাঁথি উত্তর বিধানসভার মধ্যে দেশপ্রাণ ব্লকের ৮টি, কাঁথি-৩ ব্লকের ৬টি এবং এগরা-২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই বিধানসভায় কাঁথি-৩ ও বাথুয়াড়ি থেকে ভালো ফলাফলের আশা করছে তৃণমূল। তাই এবার কাঁথি উত্তর আসনে দু’দলের ভোটপ্রাপ্তি প্রায় সমান হলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিজেপিরও একটা অংশ দলীয় প্রার্থীর পরিবর্তে উত্তমের পক্ষে ছিল। বিশেষ করে জেলা ও মণ্ডলের কিছু  প্রাক্তন পদাধিকারী এই ভোটে ‘খেলে’ দিয়েছেন বলে সূত্রের খবর। তাই কাঁথি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী দুই দলই।

Tags :
BJPContai ConstituencyLoksabha Election 2024Tmc
Next Article