OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কৃষ্ণের হাত ধরে রায়গঞ্জে প্রথমবার জিতল তৃণমূল

এই প্রথম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ফুটল জোড়াফুল। তৃণমূলের জন্মের ২৬ বছর পরে সেখানে জয়ী হল জোড়াফুল। পরিপূর্ণ হল পরিবর্তনের বৃত্ত।
11:43 AM Jul 13, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার সদর শহর রায়গঞ্জ(Raiganj) যা দীর্ঘদিনের কংগ্রেসি(INC) দুর্গ হিসাবেই রাজ্য রাজনীতিতে চিহ্নিত হয়ে এসেছে। সেখানেই কিনা এদিন ইতিহাস গড়ে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। এই প্রথম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ফুটল জোড়াফুল। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)। যদিও সরকারি ভাবে এখনও তাঁকে জয়ী বলে ঘোষণা করা হয়নি। তবে তাঁর জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। কেননা তিনি অষ্টম রাউন্ডের গণনা শেষে এগিয়ে গিয়েছেন ৪৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। এখনও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ২ রাউন্ড গণনা বাকি আছে। কিন্তু সেই ২ রাউন্ডে যত ভোট গোনা হবে সেই সব ভোট যদি বিজেপির দিকেও যায় তাহলেও আর তাঁদের পক্ষে ৪৬ হাজার ভোটের মার্জিন টপকে যাওয়া সম্ভব নয়। আর তাই নিশ্চিত হয়ে গিয়েছে কৃষ্ণ কল্যাণীর জয়। নিশ্চিত হয়ে গিয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথমবারের জন্য জোড়াফুল ফোটা।

১৯৫১ সালে তৈরি হয় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। সেই সময় থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এই বিধানসভা কেন্দ্র ছিল কংগ্রেসের হাতে। ১৯৬৭ সালে এই কেন্দ্রের দখল যায় বামেদের হাতে। প্রজা সোশ্যালিস্ট পার্টি ও সিপিআইয়ের হাত ঘুরে ১৯৭১ সালে তা ফের আসে কংগ্রেসের দখলে। তবে বেশি দিনের জন্য নয়। ১৯৭৭ সালে এই কেন্দ্র ফের চলে যায় সিপিআইয়ের হাতে। ১৯৮২ সালে এই কেন্দ্র যায় কংগ্রেসের দখলে। তার ঠিক ৫ বছর বাদে ১৯৮৭ সালে এই কেন্দ্রের দখল নেয় সিপিআই। ১৯৯৬ সাল পর্যন্ত এই কেন্দ্র তাঁরা ধরে রেখেছিল। কিন্তু ১৯৯৬ সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দখল নেয় কংগ্রেস। সেই সময় থেকে টানা ২০২১ পর্যন্ত এই কেন্দ্র ছিল কংগ্রেসের দখলে। একুশের ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জেতেন কৃষ্ণ কল্যানী। কিন্তু তিনি পরে চলে আসেন তৃণমূলে। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়ান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। সেই সঙ্গে তিনি ইস্তফা দেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়কের পদ থেকেও। তার জেরেই এবারের এই উপনির্বাচন।

সব মিলিয়ে রায়গঞ্জ বাম অপেক্ষা অনেক বেশি কংগ্রেসি দুর্গ। এবারের উপনির্বাচনে এই আসনে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন সেখানকার ২ বারের বিধায়ক মোহিত সেনগুপ্ত। কিন্তু দেখা যাচ্ছে তিনি তাঁর দৌড় তৃতীয় হিসাবে শেষ করতে চলেছেন। তৃণমূলের জন্মের পর থেকে অর্থাৎ ১৯৯৮ সাল থেকে রায়গঞ্জে একবারের জন্যও জেতেনি তৃণমূল। কিন্তু এবার উপনির্বাচনের হাত ধরে সেখানে ফুটল ঘাসফুল। সেই দিক থেকে এই ঘটনা রাজ্য রাজনীতি ও তৃণমূলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। কেননা কংগ্রেসি দুর্গে জোড়াফুল ফোটার অর্থই হল রাজ্যে কংগ্রেসের দুরাবস্থা আরও প্রকট হওয়া। ঘটনাচক্রে গতকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এ রাজ্যে একাই লড়বে বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ ওই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট গড়া নিয়ে কোনও সম্ভাবনাই নেই। আর তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে কংগ্রেসি দুর্গে বিজেপিকে পরাস্ত করে রায়গঞ্জ দখল করে নিল তৃণমূল। ২০২৪ সালের ১২ জুলাই পর্যন্ত রায়গঞ্জ বিধানসভায় তৃণমূলের কোনও নিজস্ব প্রতীকের বিধায়ক ছিলেন না। এদিন শুধু সেই ইতিহাস তৈরি হয়ে গেল তাই নয়, এদিনের ফল বলে দিচ্ছে আমজনতার বিশ্বাস এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে একমাত্র তৃণমূল। কংগ্রেসও নয়, বামেরাও নয়।  

Tags :
INCkrishna kalyaninorth bengalraiganjTmcUttar dinajpur
Next Article