OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

প্রসন্নের গ্রেফতারিতে খুশি তৃণমূল, অস্বস্তিতে বঙ্গ বিজেপি

প্রসন্ন রায়ের গ্রেফতারির ঘটনায় খুশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। কেননা সামনেই লোকসভার ভোট।
10:35 AM Feb 20, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং Group-C ও Group-D নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ঘটনায়(School Teachers Recruitment Scam) আদলতের নির্দেশ তদন্ত করছে দুই কেন্দ্রীয় সংস্থা CBI ও ED। রবি রাতে সেই ED’র হাতে গ্রেফতার হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তথা মিডলম্যান প্রসন্ন রায়(Prasanna Roy)। আর সেই গ্রেফতারির ঘটনায় খুশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। একই সঙ্গে অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। কেননা এই প্রসন্নের বাড়ি থেকেই মিলেছিল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা দলের সাংসদ দিলীপ ঘোষের(Dilip Ghosh) জমির দলিল। এদিন প্রসন্নকে আদালতে তুলছে ED। তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় তাঁরা। সেই আর্জি সম্ভবত পূরণও করবে আদালত। আর এখানেই অস্বস্তি বিজেপিতে। কেননা তাঁকে জেরা করে যদি পদ্মশিবিরের নেতাদের নাম সামনে চলে আসতে শুরু করে তখন লোকসভা নির্বাচনের মুখে বড়সড় প্রশ্নের মুখে পড়ে যেতে হবে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের।

 নিয়োগ দুর্নীতির মামলায় এর আগেও একবার প্রসন্নকে গ্রেফতার করা হয়েছিল। সেবার গ্রেফতার করেছিল CBI। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। নিয়োগ দুর্নীতির ঘটনায় বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে প্রসন্নের বিরুদ্ধে। সেই সূত্রেই প্রসন্নকে একাধিকবার তলব করেছিল ED। গতকাল অর্থাৎ সোমবারও প্রসন্নকে সল্টলেকের CGO Complex-এ তলব করা হয়েছিল। সেখানেই প্রায় ১১ ঘণ্টা জেরার পর রাতে প্রসন্নকে গ্রেফতার করে ED। প্রসন্নের বিরুদ্ধে বড় অভিযোগ যে সে পার্থ চট্টোপাধ্যায় ও চাকরিপ্রার্থীদের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজ করত। আর সেই সুবাদেই কয়েকশো কোটি টাকা সে তুলেছে এইসব চাকরিপ্রার্থীদের কাছ থেকে। ED তাঁর কাছ থেকে এখন সেই সব টাকার সন্ধান চায়। সেই টাকা সে কার কাছে পৌঁছে দিত, সেই সব টাকা কোথায় পাচার হয়েছে, কোথায় কীভাবে ব্যবহার হয়েছে সেই সব তথ্য চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।  

নামে-বেনামে প্রসন্নের খুব কম করেও ৮০টির ওপর সংস্থা রয়েছে। স্ত্রী আর নিজের নামে রয়েছে বিপুল সম্পত্তি। তার কিছু রয়েছে বিধাননগর, নিউটাউনে, কিছু আছে কলকাতার অন্যান্য জায়গায়। ২০২২ সালে নভেম্বর মাসে প্রসন্ন গ্রেফতার হওয়ার পর থেকেই সামনে আসতে থাকে তাঁর একের পর এক সম্পত্তির খোঁজ। হাওড়ার গাদিয়াড়ার পাশাপাশি সুন্দরবনেও প্রায় ৫০ কোটি টাকার দু’টি হোটেলের মালিক প্রসন্ন। দ্বিতীয় বিয়ের পর সেই স্ত্রীকে বিলাসবহুল হোটেল দুটি উপহার দিয়েছিলেন প্রসন্ন। শুধু তাই নয়, সুন্দরবনে পর্যটন ব‌্যবসা পোক্ত করার জন‌্য তিনটি বিলাসবহুল জলযানও কিনেছিলেন। তদন্তকারীদের দাবি, নিয়োগের জন্য নেওয়া ঘুষের টাকায় একের পর এক সম্পত্তি কেনা হয়েছিল। গত মাসে প্রসন্নর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল ED। সেখান থেকে প্রচুর পরিমাণ নথিপত্র উদ্ধার করা হয়। এরপর সেই নথির ভিত্তিতে গতকাল প্রসন্নকে তলব করেছিল ED। শেষে লাগাতার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রসন্নকে। তাঁর উত্তর সন্তোষজনক না হওয়ার কারণে এই গ্রেফতার বলে ED’র তরফে জানানো হয়েছে।

Tags :
Bengal BjpCBIDilip ghoshEDPrasanna RoySchool Teachers Recruitment ScamTmc
Next Article