OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

অসুস্থ মুকুল রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল বেসরকারি হাসপাতালে

03:45 PM Apr 18, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ বঙ্গ রাজনীতির এক সময়ের চাণক্য তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। চিকি‍ৎসকদের পরামর্শে বৃহস্পতিবার দুপুরেই ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। মুকুল রায়ের অসুস্থতার খবর শুনতে পেয়েই হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন তাঁর অনুরাগীরা।

বর্ষীয়ান নেতার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড গরমের কারণে গত কয়েক দিন ধরেই কষ্ট পাচ্ছিলেন মুকুল রায়। এমনকি ঠিকমতো খাওয়া-দাওয়াও করছিলেন না। ফলে শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছিলেন। এদিন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান নেতা। তার পরেই চিকি‍ৎসকদের পরামর্শে কাঁচরাপাড়ার বাড়ি থেকে ইএম বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করা হয় মুকুল রায়কে।

গত বছর খানেক ধরেই শারীরিকভাবে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে রয়েছেন। পালা করে কলকাতা এবং কাঁচরাপাড়ার বাড়িতেই থাকছেন। তবে মেঠো রাজনীতি থেকে আপাতত দূরে সরে থাকলেও প্রতিদিনই তৃণমূলের নিচুতলার নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষা‍ৎ করছেন। তাঁদের রাজনৈতিক শলাপরামর্শ দিচ্ছেন। কয়েকদিন আগেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন  সিং কাঁচরাপাড়ায় গিয়ে মুকুল রায়ের আশীর্বাদ নিয়ে এসেছিলেন। বিজেপির হয়ে বিধানসভা ভোটে জেতার পরে রাজনৈতিক ডিগবাজি খেয়ে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন বঙ্গ রাজনীতির এক সময়ের চাণক্য। যদিও পরে আচমকাই দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করারও চেষ্টা চালিয়েছিলেন। ফলে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের রাজনৈতিক অবস্থান নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Tags :
TMC leader Mukul Roy unwell
Next Article