For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে রাজপথে তৃণমূল মহিলা কংগ্রেস

05:31 PM Feb 10, 2024 IST | Subrata Roy
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে রাজপথে তৃণমূল মহিলা কংগ্রেস
Advertisement

নিজস্ব প্রতিনিধি: কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার রাজ্য মহিলাদের জন্য শুরু করা একাধিক প্রকল্পের প্রশংসা করে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে তরফ থেকে মিছিলের আয়োজন করা হয় গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত। দিদিকে ধন্যবাদ পোস্টার নিয়ে পাশাপাশি কুলোর মধ্যে অভিনব পদ্ধতিতে দিদিকে ধন্যবাদ লিখে মাথায় কলস নিয়ে নাচ-গানের মধ্যে দিয়ে মিছিল শুরু করেন। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা(Sashi Panja)।

Advertisement

পাশাপাশি বাড়ি বাজেট অধিবেশনের লক্ষী ভান্ডারের যে টাকা দেয়া হয় সেই টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল অর্থাৎ যারা এবার থেকে ৫০০ টাকা করে পেত তারা হাজার টাকা করে পাবে এবং যেসব মহিলারা হাজার টাকা করে পেত তারা এবার থেকে বারোশো টাকা পাবে। এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে ঐ দিন মিছিল করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এদিনের মিছিল এসে যোগদান করেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষীর ভান্ডারে এবার থেকে ৫০০ -র বদলে মিলবে ১০০০ টাকা প্রতিমাসে। আর এই ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে আনন্দের ধারা বয়েই চলেছে।

Advertisement

অন্যদিকে,শনিবার মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের নান্নুরচকস্থিত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মহিলা তৃণমূলের সভাপতি মৌ রায়ের নেতৃত্বে এই শোভাযাত্রাটি হয়। শোভাযাত্রা থেকে পথ চলতি মানুষদের চকোলেট খাওয়ানো হয়। দিদিকে ধন্যবাদ জানিয়ে এই শোভাযাত্রায় পা মেলান শতাধিক মহিলারা। তাসা বাজিয়ে, নেচে নেচে চলে শোভাযাত্রা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বনাথ পাণ্ডব, নির্মাল্য চক্রবর্তী, সত্য পইড়্যা, পূর্ণিমা পইড়্যা, লিপি বিষয়ি, সংঘমিত্রা পাল সহ সকল নেতা কর্মীরা। অন্যদিকে,মালদহের বৈষ্ণবনগরে(Baishnabnagar) আটক ভুয়ো ফুড সেফটি ইন্সপেক্টর। ধৃতর নাম গৌতম দত্ত‌। বাড়ি মুর্শিদাবাদের ভাকুরিয়া। আজ সকালে তাকে আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বৈষ্ণবনগর বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে ধৃত নিজেকে ফুড সেফটি ইন্সপেক্টর বলে হানা দেয়। সেই সময় জনসাধারণের সন্দেহ হলে পুলিশে খবর দেয় ‌পুলিশ এসে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানতে পারে সে ভুয়ো ইন্সপেক্টর এর পরিচয় দিয়েছে। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। আজ ধৃতকে ৭দিনের পুলিশে হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে(Malada Court) পেশ করে বৈষ্ণবনগর থানা পুলিশ।

Advertisement
Tags :
Advertisement