OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ঝাড়গ্রামে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদী মিছিল

09:04 PM Dec 03, 2023 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যকে একশো দিনের প্রকল্পে টাকা দিচ্ছে না এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দলের নির্দেশ মতো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্দি ৭ নম্বর অঞ্চলের রামগড় এলাকায় অনুষ্ঠিত হলো তৃণমূলের প্রতিবাদ মিছিল। ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা ওই অঞ্চলের পঞ্চায়েত প্রধান শঙ্কর প্রসাদ দে- এর উদ্যোগে গোপীল্লভপুরের(Gopiballavpur) রামগড় এলাকায় প্রায় তিন কিলোমিটার এই প্রতিবাদ মিছিল হয়।

তৃণমূলের অঞ্চল সভাপতির দাবী এই মিছিলে প্রায় ৩০০ তৃণমূল কর্মী সমর্থক পায়ে পা মিলিয়ে ছিলেন প্রতিবাদ মিছিলে। এদিনের মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের(TMC) দাবি কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্প রাজ্যকে টাকা না দেওয়াতে চরম সমস্যায় পড়ছেন রাজ্যের একশ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা। পাশাপাশি এই মিছিল আগামী দিনে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মনোবল আরো বেশি চাঙ্গা করবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

মিছিল শেষে অঞ্চল সভাপতি তথা অঞ্চলের পঞ্চায়েত প্রধান শঙ্কর প্রসাদ দে বলেন, কেন্দ্রীয় সরকার একশ দিনের প্রকল্পে রাজ্যকে টাকা দিচ্ছেনা। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। অন্যদিকে,রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর ছড়িয়ে রাজ্যের বিভিন্ন বিধানসভার ব্লক এ ব্লকে মিটিং মিছিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।সেই মতো রবিবার কাকিনাড়া (Kakinara)রথতলা ব্রিজ সংলঘ্ন এলাকা থেকে পানপুর মোড় পর্যন্ত মিছিল করে জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মূলত ভাটপাড়া বিধানসভার বেশ কয়েকটি ওয়ার্ড পরিক্রমা করে এই মিছিল শেষ করা হয়।

মিছিলে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh),ভাটপাড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর ও অন্যান তৃণমূল নেতৃত্ব। সাংসদ মিছিলে পৌঁছানোর অনেক আগে থেকেই কাকিনাড়া রথ তলা ব্রিজ জমায়েত করেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা।সংসদ অর্জুন সিং বলেন, তিন রাজ্যে বিজেপি জয়লাভ করলেও আগামী দিনে বিরোধী জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ হিসাবে সামনে তুলে আনা উচিত। এছাড়াও তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে প্রকল্পে টাকা আটকে রেখেছে তা আদায়ের জন্য আগামী দিনে আন্দোলন আরো জোরদার করা হবে।

Tags :
Kakinara Proest Rally Of TMCTMC Protest Rally At Jhargram
Next Article