OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কংগ্রেসের ডাক ফেরাল তৃণমূল, যোগ দিচ্ছে না আসন রফার বৈঠকে

কংগ্রেসের তরফে তৃণমূলকে দিল্লিতে আসন রফার বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হলেও, সেই বৈঠকে যোগ দিচ্ছেন না তৃণমূলের কোনও প্রতিনিধিই।
10:30 AM Jan 12, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: ২৪’র ভোটে(General Election 2024) বিজেপি(BJP) ও নরেন্দ্র মোদির(Narendra Modi) বাহিনীকে হারাতে দেশে তৈরি হয়েছে INDIA জোট। সেই জোটে রয়েছে কংগ্রেস(INC) ও তৃণমূল(TMC)। কিন্তু বাংলার মাটিতে সেই দুই দলের জোটের জট কাটছে না কিছুতেই। আর এই পরিস্থিতির জন্য দায়ী কংগ্রেসের নেতারা। আরও বলা ভাল প্রদেশ কংগ্রেসের নেতারা। তাঁদের দাবি, বাংলায়(Bengal) দুই দলের জোট তখনই হবে যখন তৃণমূল নূন্যতম ১০টি আসন ছাড়বে কংগ্রেসকে। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০১৯’র ভোটে রাজ্যে কংগ্রেস যে ২টি আসন জিতেছিল, কেবলমাত্র সেই দুটি আসনই তৃণমূল ছাড়বে কংগ্রেসকে। এর বেশি আসন ছাড়া সম্ভব নয়। এই নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগেই যা জানাবার জানিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধি(Sonia Gandhi) ও রাহুল গান্ধিকে(Rahul Gandhi)। আর এই কারণেই কংগ্রেসের তরফে তৃণমূলকে দিল্লিতে আসন রফার বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হলেও, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকে যোগ দিচ্ছেন না তৃণমূলের কোনও প্রতিনিধিই।

বস্তুত প্রথম থেকেই প্রদেশ কংগ্রেসের বিজেপি ও বাম বান্ধব নেতারা উঠেপড়ে লেগেছিলেন বাংলায় যাতে কোনও ভাবেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনও জোট না হয়। সেই সূত্রেই তাঁরা প্রকাশ্যেই জোট বিরোধী মন্তব্য করার পাশাপাশি কেউ ২১টা, কেউ ১৫টা, কেউ ১০টা, কেউ ৭টা, কেউ বা ৫টা আসন দাবি করছিলেন তৃণমূলের কাছ থেকে ২৪’র ভোটে বাংলা থেকে লড়াই করার জন্য। যদিও সেই সব দাবিকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি ও দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে INDIA জোট। আর বাংলায় লড়াই করবে তৃণমূল। কার্যত বাংলায় ৪২টি আসনেই একক শক্তিতে লড়াই করার প্রস্তুতিও শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির। তাই কংগ্রেসের কোন নেতা কটা আসন দাবি করলেন, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তাঁরা। এমনকি আসনরফার জন্য তাঁদের দিল্লিতে ডাকা হলেও সেই বৈঠকেও তাঁরা যোগ দিচ্ছেন না। কার্যত মমতার সঙ্গে সোনিয়া ও রাহুলের যে কথা হয়েছে সেটাকেই চূড়ান্ত ধরে এগোচ্ছে তৃণমূল।

তবে তৃণমূলের অপর একটি সূত্রে জানা গিয়েছে,  সোনিয়া বা রাহুল যদি মমতাকে অনুরোধ করেন বাংলায় বাড়তি একটি আসনের জন্য তাহলে একটি অতিরিক্ত  আসন সৌজন্যের খাতিরে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রে ওই বাড়তি আসনের জন্য মেঘালয় এবং অসমে তৃণমূলকে ১টি করে  আসন ছাড়তে হবে। এমনই শর্ত চাপাবেন মমতা। সেক্ষেত্রে বাংলায় থাকা রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়তে পারেন মমতা। যদিও সেই আসনের বিনিময়ে কংগ্রেস তৃণমূলকে মেঘালয় ও অসমে কোনও আসন ছাড়বে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আবার একই রকম ভাবে একুশের ভোটের নিরিখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে। সেই নিশ্চিত আসন কংগ্রেসকে সৌজন্যতার খাতিরে তৃণমূল ছেড়ে দিলেও, মেঘালয় বা অসমে তৃণমূলের কাছে নিশ্চিত আসন বলে কিছু হাতে আসবে না। সেক্ষেত্রে তৃণমূলের লাভ কি হবে সেটাও থাকছে আলোচনার মধ্যে। সূত্রের দাবি, বাংলায় ১টি অতিরিক্ত আসনের বদলে মেঘালয় থেকে ১টি এবং অসম থেকে ২টি আসন তৃণমূল চাইবে কংগ্রেসের কাছ থেকে। 

Tags :
bengalBJPGeneral Election 2024INCindiaMamata BanerjeeNarendra modiRahul gandhiSonia gandhiTmc
Next Article