OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পদ্মবিভূষণ পাওয়ায় চিরঞ্জীবীকে শুভেচ্ছা আল্লু অর্জুন-এনটিআর জুনিয়রের

05:44 PM Jan 26, 2024 IST | Srijita Mallick
courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হওয়ায় চিরঞ্জীবীকে শুভেচ্ছা জানালেন এনটিআর জুনিয়র এবং আরআরআর পরিচালক এসএস রাজামৌলি। এনটিআর জুনিয়র এক্স হ্যান্ডেলে  লেখেন, 'পদ্মবিভূষণ পাওয়ার জন্য, চিরঞ্জীবীকে অভিনন্দন। সেইসঙ্গে পদ্মবিভূষণ প্রাপকদের জানাই অভিনন্দন। আপনাদের এই পুরস্কার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।‘

অন্যদিকে পরিচালক এস এস রাজামৌলি এক্স হ্যান্ডেলে  লেখেন, ‘ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রাপক হওয়ার জন্য চিরঞ্জীবীকে জানাই অভিনন্দন। আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করেছে চিরঞ্জীবী।‘ এছাড়াও দক্ষিণী সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন এক্স-এ লেখেন, 'পদ্মবিভূষণের মর্যাদাপূর্ণ সম্মানের জন্য চিরঞ্জীবীকে অভিনন্দন। তাঁর পরিবার, ভক্তদের জন্য এটি একটি গর্বের বিষয়। এই অর্জনে আমি খুব গর্বিত ও সম্মানিত বোধ করছি। আমাদের সবাইকে গর্বিত করার জন্য চিরঞ্জীবীকে  ধন্যবাদ।‘

চিরঞ্জীবী ছাড়াও অভিনেতা ও নৃত্যশিল্পী ব্যাজয়ন্তীমালা বালি এবং নৃত্যশিল্পী পদ্মা সুব্রহ্মণ্যমকেও দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এরপরেই উচ্ছসিত হয়ে চিরঞ্জীবী একটি ভিডিওতে বলেন, 'এই খবর শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি সত্যিই অভিভূত। এই সম্মানের জন্য আমি বিনীত ও কৃতজ্ঞ। মানুষ, দর্শক, ভক্ত আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে। এই সন্মানের জন্য আমি সকলের কাছে ঋণী।‘ উল্লেখ্য, চিরঞ্জীবী সবচেয়ে প্রভাবশালী এবং সফল অভিনেতাদের মধ্যে একজন । তেলুগু, হিন্দি, তামিল এবং কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। সম্প্রতি চিরঞ্জীবীকে ভোলা শঙ্কর ছবিতে দেখা গেছে।

Tags :
Allu arjunChiranjeeviPadma Vibhushan AwardRajamouli
Next Article