For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

গরমে হজমের সমস্যা থেকে মুক্তি দেবে এই দুই পানীয়

12:10 PM Jun 18, 2024 IST | Reshmi Khatun
গরমে হজমের সমস্যা থেকে মুক্তি দেবে এই দুই পানীয়
courtesy google
Advertisement

নিজস্ব প্রতিনিধি :  কাঠফাটা গরমে বাইরে বেরোনোয় দায়। ঘরে থাকাও যেন দুষ্কর হয়ে উঠছে। আর খাবার খেলেই ব্যস হজমের সমস্যা। ভারী কিছু খাওয়াই দায় অথচ না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে। এখন প্রশ্ন তবে কী গরমে খাওয়াই ছেড়ে দিত হবে ? এমতবস্থায় অনেকে বেছে নেন ঠান্ডা পানীয়কে, যা মোটেও নিরাপদ নয়। তবে এমন কিছু পানীয় আছে যা খেলে দূর হবে এই সমস্যা। জেনে নিন বানাবেন কীভাবে।

Advertisement

স্পাইসি লেমোনেড : এটি ঘরে বসে সহজেই বানানো যায়।

Advertisement

উপকরণ : তিন কাপ জল, একমুঠো পুদিনাপাতা, ধনেপাতা কিছুটা , সমান্য আদা, জিরে, মৌরি,  ২ টি লেবুর রস, লবণ, গোলমরিচের গুঁড়ো

প্রণালি : প্রথমে পুদিনা ও ধনেপাতা ধুয়ে কুচি ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর আদার খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এবার ব্লেন্ডারে আদাকুচি, পুদিনা ও ধনেপাতাকুচি, জিরা, মৌরি দিয়ে পেস্ট করে নিন। একটি বড় পাত্রে লেবুর রস নিয়ে তাতে মসলার পেস্ট ও জল দিয়ে দিতে হবে। চামচ দিয়ে নাড়তে থাকুন।

লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়ে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে গ্লাসে পরিবেশন করুন লেমোনেড। এটি বরফ দিয়েও পরিবেশন করতে পারেন।

শশার সরবত : উপকরণ : ২ টি শসা , ১টি লেবু, জল ২০০ মিলি,  চিনি , ১ টেবিল চামচ আদা

প্রণালি : শসা ধুয়ে কেটে নিতে হবে। লেবুর খোসা কেটে নিন সাবধানে। ব্লেন্ডারে জল, শসা, লেবু, আদা ও চিনি দিয়ে ব্লেন্ড করুন। তাতে লেবুর রস ও মিশিয়ে নিন। এবার ছেঁকে ফ্রিজে রেখে দিন। ব্যস রেডি শসার সরবত।

Advertisement
Tags :
Advertisement