For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

নজরে পরিবহণ, ৩৫০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধনে করবেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ ও  দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম এবং রাজ্য পরিবহণ নিগমের অধীনে নতুন ৫৬টি বাস কাল রাস্তায় নামবে মুখ্যমন্ত্রীর হাত ধরে।
09:34 AM Feb 06, 2024 IST | Koushik Dey Sarkar
নজরে পরিবহণ  ৩৫০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধনে করবেন মুখ্যমন্ত্রী
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবাসীর জন্য পরিবহণ ক্ষেত্রে সরকার একঝাঁক প্রকল্প উপহার দিতে চলেছে আগামিকাল। সব কিছু ঠিক থাকলে বুধবার হাওড়ার(Howrah) সাঁতরাগাছি(Santragachi) থেকে ৩৫০ কোটি টাকা মূল্যের নানা প্রকল্পের(Various Projects Worth of 350 Crore Rupees) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই সব প্রকল্পই রাজ্যের পরিবহণ দফতরের(West Bengal State Transport Department)। এর পাশাপাশি আগামিকাল ১০০ কোটি টাকার নয়া জেটি ও জাহাজের উদ্বোধনও করবেন তিনি। সরকারি গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত তাঁর উদ্যোগেই কলকাতা সহ রাজ্যের বুকে নেমেছে দেশের মধ্যে সর্বাধিক সংখ্যক E-Vehicle ও E-Bus। সড়ক পথে যানবাহনের মসৃণ চলাচল নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের তরফে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহণ ব্যবস্থাকেও। মুখ্যমন্ত্রী সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন রাজ্যে যতটা সম্ভব পরিবেশবান্ধব গণ পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে। সেই লক্ষ্যেই আগামিকাল রাজ্যের পরিবহণ দফতরের কর্মসূচী।

Advertisement

জানা গিয়েছে আগামিকাল মুখ্যমন্ত্রী সাঁতরাগাছি থেকে শুধুমাত্র পরিবহণ দফতরের ২৫০ কোটি টাকার বিবিধ প্রকল্পের উদ্বোধন করবেন। উত্তরবঙ্গ ও  দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম এবং রাজ্য পরিবহণ নিগমের অধীনে নতুন ৫৬টি বাস কাল রাস্তায় নামবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়া ১৫টি বাস টার্মিনাস, ডিপো ও যাত্রী শেল্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সরকারি মঞ্চ থেকে পরিবহণ দফতরের আরও ৩০টি নয়া প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। রাজ্যের পরিবহণ মাধ্যমের সার্বিক পরিকাঠামো উন্নয়নে গঙ্গা লাগায়ো ঘাট ও জেটিগুলির সংস্কার কাজ চলছে পুরোদমে। একই সঙ্গে গড়া হচ্ছে নয়া জেটি। শহর থেকে জেলায় তৈরি হচ্ছে একাধিক বাস টার্মিনাস, বাস স্ট্যান্ড এবং অপেক্ষারত যাত্রীদের বসার উপযুক্ত ব্যবস্থা। তার মধ্যে বেশ কিছু প্রকল্পের আগামিকাল উদ্বোধন হতে চলেছে। তবে মুখ্যমন্ত্রীর আগামিকাল কোনও প্রশাসনিক সভা বা সরকারি পরিষেবা প্রদানের কোনও কর্মসূচী থাকছে কিনা তা জানা যায়নি।

Advertisement

Advertisement
Tags :
Advertisement