OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

অভিষেকের ডায়মন্ডে ঢুকল ৩ টন ইলিশ, আসছে কলকাতার বাজারে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজার মাছ আড়তে ৩ টন ইলিশ ঢুকেছে বলে জানিয়েছে মৎস্য আড়তদার সমিতি।
11:58 AM Jun 22, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠীতে ইলিশ(Elish) পাওয়া যাচ্ছিল না বলে হাহাকার পড়ে গিয়েছিল একাধিক জায়গায়। কিন্তু, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইলিশ নিয়েও এল সুখবর। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারের(Daimond Harbour) নগেন্দ্রবাজার মাছ আড়তে ৩ টন ইলিশ ঢুকেছে বলে জানিয়েছে মৎস্য আড়তদার সমিতি। চলতি মরশুমে এই প্রথম ইলিশ এল ডায়মন্ডহারবারে। আর এই শহরে ইলিশ ঢোকার অর্থই হল সেই ইলিশ এদিন বিকালেই মধ্যেই পা রাখতে চলেছে শহর কলকাতার(Kolkata) বাজারে। মৎস্য আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার জানিয়েছেন, ‘২ মাস ধরে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বারণ ছিল। ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। এরপরেই ইলিশ এসেছে মাছের আড়তে। পরিমাণে কম হলেও ইলিশগুলি বেশ বড়। দুই মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে বড় ইলিশ ধরা পড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর জালে বেশি ইলিশ পড়বে বলে আশা করছি।’ 

কয়েকদিন আগে পর্যন্তও মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল ইলিশ। দামের ছ্যাঁকায় হাত পুড়ত মধ্যবিত্তের। কিন্তু এবার সেই পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করছেন কলকাতার নানা বাজারে থাকা মাছের বিক্রেতারা। তাঁদের দাবি, মৎস্যজীবীদের জালে এবার বেশি করে ইলিশ পড়লে তার দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসবে। এখন বাজারে ১ কেজি ইলিশের দাম ১৪০০ টাকা। এই দাম কমতে পারে যদি বেশি করে ইলিশ ধরা পড়ে। তবে ডায়মন্ডহারবারের বুকে এদিন ইলিশের আনন্দ ধরা পড়েছে বাজারে আসা ক্রেতাদের মধ্যেও। তাঁদের দাবি, বাঙালি মানেই ইলিশের প্রতি আলাদা দুর্বলতা থাকে। মরসুমের প্রথম ইলিশ হলেও কিন্তু দামটা এখনও বেশি। যদি দাম একটু কমে সেক্ষেত্রে নাগালের মধ্যে পাওয়া সম্ভব হবে। পকেটের ওপর চাপ পড়লেও বাড়ির জন্য ইলিশ অনেকেই কিনবেন। তাঁদের আশা ভবিষ্যতে দাম কিছুটা হলেও কমবে। তবে এদিন দেখা গিয়েছে ডায়মন্ডহারবারের বাজারে মরসুমের প্রথম ইলিশ কেনার জন্য কার্যত হিড়িক পড়ে গিয়েছে ক্রেতাদের।

Tags :
Abhishek BanerjeeDaimond Harbour.ElishKolkataTmc
Next Article