OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মুশফিকুরের চোটে কপাল খুলল তাওহিদের

12:12 AM Mar 21, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।’ আঙুলে চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ব্যাটার-উইকেটরক্ষক মুশফিকুর রহিম। আর তাঁর ছিটকে যাওয়ার কারণেই কপাল খুলল তাওহিদ হৃদয়ের। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তরুণ ব্যাটার।

গত সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময়েই চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম।  ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আমেদের বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। মুশফিককে সুস্থ করতে মাঠে ছুটে যেতে হয় টাইগারদের ফিজিও বায়েজিদুল ইসলামকে। স্প্রে করার পাশাপাশি টেপ পেঁচিয়ে সুস্থ করা হয়। ওই চোট নিয়ে ফিল্ডিং করার পাশাপাশি দুরন্ত ব্যাটিং করেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। দলের জয়ের পিছনে বিশেষ অবদান রাখেন। ৩৬ বলে ৩৭ রান করেন। ম্যাচ শেষেই চিকি‍ৎসকের পরামর্শে আঙুলের এক্স রে করান মুশফিক। আর তাতেই চিড় ধরা পড়ে। ওই চোট সারতে ৪ থেকে ৫ সপ্তাহ সময় লাগবে বলে জানান চিকি‍ৎসকরা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ খেলার কোনও সম্ভাবনা ছিল না বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে মুশফিকুর ছিটকে যাওয়ার পরেই জল্পনা চলছিল, তাঁর পরিবর্তে কে সুযোগ পাবেন। জল্পনায় ভেসে উঠেছিল নুরুল হোসেন সোহানের নাম। কেননা আগেও টেস্ট দলে উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু বুধবার রাতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মুশফিকুরের বিকল্প হিসাবে দলে ডাকা হয়েছে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে। গত বছরের মার্চে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটেন অভিষেক ঘটেছিল তাঁর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।এক বছরের মধ্যেই টেস্ট দলে ডাক পেলেন তিনি।

Tags :
Mushfiqur RahimTest series against Sri LankaTowhid Hridoy
Next Article