OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

১৩ জানুয়ারি থেকে মাঝেরহাট মেট্রো স্টেশনে ট্রায়াল রান

মাঝেরহাট মেট্রো স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মেট্রো আধিকারিদের দাবি, ওই স্টেশনের নির্মাণ ও সাজসজ্জার যাবরীয় কাজ প্রায় শেষের দিকে।
11:19 AM Jan 08, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Twitter

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জানুয়ারি থেকে কলকাতার(Kolkata) মাঝেরহাট মেট্রো রেল স্টেশনে(Majherhat Metro Rail Station) ট্রায়াল রান(Trial Run) শুরু হচ্ছে। তার ঠিক ৭ দিনের মাথায় অর্থাৎ ২০ জানুয়ারি Chief Railway Safety Officer পরিদর্শনে আসবেন এই স্টেশনে। তিনি গোটা স্টেশন এবং মেট্রো রেলের ট্রায়াল রান দেখে দিল্লি ফিরে গিয়ে তাঁর রিপোর্ট দেবেন। তার ওপর ভিত্তি করে জোকা-বিবাদি বাগ মেট্রো রেল(Joka - BBD Bag Metro) প্রকল্পের মাঝারহাট স্টেশন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে জোকা থেকে মাঝারহাট পর্যন্ত কবে মেট্রো রেল চলাচল শুরু করবে তার তারিখও ঘোষণা করা হবে। মাঝেরহাট মেট্রো স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মেট্রো আধিকারিদের দাবি, ওই স্টেশনের নির্মাণ ও সাজসজ্জার যাবরীয় কাজ প্রায় শেষের দিকে। টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢোকার এন্ট্রি গেট বসানোর মতো কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি ২০ জানুয়ারির আগেই শেষ হয়ে যাবে। তাই ১৩ তারিখ থেকে এই পথে মেট্রো রেলের ট্রায়াল রান দিতে কোনও অসুবিধা হবে না। 

এদিকে জানা গিয়েছে, মাঝেরহাট মেট্রো রেলের স্টেশনে দৃষ্টিহীন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে তা কলকাতার মেট্রো রেলের ইতিহাসে এই প্রথম। এর আগে কলকাতার বুকে চালু হওয়া দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং East West Metro’র কোনও স্টেশনেই ওঠা-নামার ক্ষেত্রে দৃষ্টিহীন যাত্রীদের জন্য কোনও ব্যবস্থা ছিল না। এই প্রথম মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে স্টিলের পাত বসিয়ে আলাদা করিডর করা হয়েছে। সেখানে দৃষ্টিহীন যাত্রীরা নিজেরাই ওঠানামা করতে পারবেন। এছাড়া প্ল্যাটফর্মের ভিতরের অংশে আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে যা এর আগে কলকাতার কোনও মেট্রো রেলের স্টেশনের ক্ষেত্রে দেখা যায়নি। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে মাঝেরহাট মেট্রো স্টেশন পুরোপুরি চালু করার সবরকম চেষ্টা চলছে। একই সঙ্গে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মাঝেরহাট মেট্রো রেল স্টেশন চালুর পরে মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত নতুন কিছু লোকাল ট্রেন চালানো হতে পারে। মূলত শিয়ালদা স্টেশনে ভিড় এড়ানোর জন্যই সেই পদক্ষেপ করা হবে।

Tags :
Chief Railway Safety OfficerJoka - BBD Bag MetroKolkataMajherhat Metro Rail StationTrial Run.
Next Article