OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ভোট মুখেই অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, আইসিইউতে চলছে চিকিৎসা

12:39 PM Apr 08, 2024 IST | Reshmi Khatun
courtesy google

নিজস্ব প্রতিনিধি : সামনেই ভোট,হাতে আর মাত্র কিছুসময় এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম।জানা যায়, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় বসিরহাটের প্রার্থীকে।সূত্রের খবর আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে।নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হলে পরে জানা যায়, নিউমোনিয়ায় হয়েছে তাঁর। শুধু তাই নয় ফুসফুসের ডানদিকে সংক্রমণও ধরা পড়েছে। এখনও পর্যন্ত চিকিৎসা চলছে তাঁর। তবে শারীরিক অব্স্থা আগের চেয়ে ভাল আছে বলে জানান চিকিৎসকেরা। তবে যেটা নিয়ে উদ্বেগে ছিলেন চিকিৎসকেরা তা হল হাজি নুরুল ইসলামের রক্তে শর্করার মাত্রা বেশি ছিল।তড়িঘড়ি চিকিৎসকেরা কড়া অ্যান্টিবায়োটিকের ডোজ দেন।আপাতত শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশিল। তবে এখনও চিকিৎসকের অধিনে রয়েছেন তিনি।

বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ তাঁকে আইসিইউ থেকে বের করা হতে পারে।পাশাপাশি কেবিনে পর্যবেক্ষণের জন্য রাখা হতে পারে। অপর একটি সূত্রে খবর, হাজি নুরুল হাসপাতালে থাকতে চাইছেন না, বাড়ি ফিরতে চাইছেন বলে জানা যাচ্ছে,এক্ষেত্রে আজই রিস্ক বন্ডে সই করতে পারেন বলে জানা যাচ্ছে। এরপর বাড়ি ফিরে আসতে পারেন তিনি। 

প্রচারের জন্য গত বৃহস্পতিবার বসিরহাটের টাকিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। রবিবার অবধি বাড়ি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।শনিবার সন্দেশখালির রাজবাড়িতেই সভা ছিল তাঁর।কিন্তু তিনি হাজির থাকতে পারেননি।আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি।

Tags :
basithatloksobha election 2024
Next Article