For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বাজারে এল ট্রাম্পের তৈরি জুতো, জানেন দাম কত?

02:49 PM Feb 18, 2024 IST | Srijita Mallick
বাজারে এল ট্রাম্পের তৈরি জুতো  জানেন দাম কত
courtesy: google
Advertisement

আন্তর্জাতিক ডেস্কঃ আর্থিক জরিমানার পরেই এবার বাজারে এল ডোনাল্ড ট্রাম্প তৈরি জুতো। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়  'Sneaker Con'  নামের একটি অনুষ্ঠানে  'Trump Sneakers' নামে একটি জুতো উদ্বোধন করলেন  ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

বর্তমানে GetTrumpSneakers.com ওয়েবসাইটে বিক্রি হওয়া জুতাটির নাম "নেভার সারেন্ডার হাই-টপ স্নিকার" । এই জুতোর দাম ৩৯৯ ডলার। ইতিমধ্যেই এই জুতো এক হাজার জোড়া বিক্রি হয়েছে। তবে জুতোর রয়েছে দুটি সংস্করণ। 'টি' ও '৪৫' নামের জুতাগুলো ১৯৯ ডলারে বিক্রি হচ্ছে। 'Sneaker Con'  কোম্পানি  অফিসিয়াল ওয়েবসাইটের নিচে লেখা রয়েছে, 'GetTrumpSneakers.com রাজনৈতিক নয় এবং কোনো রাজনৈতিক প্রচারণার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ‘

Advertisement

অন্যদিকে গত ১৭ই ফেব্রুয়ারি  প্রতারণা মামলায় ট্রাম্প এবং ও ট্রাম্প অর্গানাইজেশনকে ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। ট্রাম্পকে তিন বছরের জন্য নিউইয়র্ক অঙ্গরাজ্যে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়াও দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকে ৪০ লাখ ডলার করে জরিমানা করা হয়েছে। তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলাকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন। আর এই আর্থিক জরিমানার মধ্যে নতুন জুতো কোম্পানি আনল ট্রাম্প।

Advertisement
Tags :
Advertisement