For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কাঁচা আনাজের বাজারে হানা দিচ্ছে টাক্স ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

02:00 PM Jul 10, 2024 IST | Subrata Roy
কাঁচা আনাজের বাজারে হানা দিচ্ছে টাক্স ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
Advertisement

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের আধিকারিকেরা এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর আধিকারিকেরা পরিদর্শন করলেন কাঁকুড়গাছির ভিআইপি মার্কেট(VIP Market) বাজার ।রাজ্যে সবজির দাম আকাশ ছোঁয়া। তাই মঙ্গলবার অর্থাৎ নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ।আলু, পিঁয়াজ, শশার মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী(CM)। আনাজের দাম বাড়লেও কৃষকেরা কিছুই পাচ্ছেন না। মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছ থেকে পিঁয়াজ কিনতে বলেন মুখ্যমন্ত্রী। পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া পদক্ষেপ নিতে বলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

অর্থাৎ STF, EB, IB, CID-কে যৌথভাবে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের আধিকারিকদের এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর আধিকারিকদের বাজার পরিদর্শনের কথাও তিনি বলেন। দাম কারা নিচ্ছে কেনো নিচ্ছে, দেখতে হবে, নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আগামী ১০ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার ও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর(CM) এই নির্দেশের পর বুধবার কাঁকুড়গাছির ভি আই পি মার্কেট পরিদর্শন করলেন টাস্ক ফোর্স এবং এনফোর্সেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন তারা। দাম জানতে চাইলেন। এরপর একটি রিপোর্ট তারা তৈরি করবেন। সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে। সেখানে খতিয়ে দেখা হবে যাবতীয় রিপোর্টের তথ্য। অপরদিকে,মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজার নিয়ন্ত্রণে তৎপর হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লক প্রশাসন

Advertisement

বুধবার প্রশাসনের পক্ষ থেকে গোপীবল্লভপুর মার্কেট(Gopiballavpur Market) কমপ্লেক্সের সবজি মার্কেট সহ গোপীবল্লভপুরের একাধিক জায়গায় অভিযান চালানো হয়। বুধবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার একাধিক আধিকারিক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্যামসুন্দর মিশ্র, গোপীবল্লভপুর থানার আই সি (IC)কার্তিক চন্দ্র রায় সহ একাধিক আধিকারিক সব্জি মার্কেটে অভিযান চালিয়ে সব্জির দরদাম জানার চেষ্টা করেন। পাশাপাশি সব্জি বিক্রেতাদের সতর্ক করা হয় যাতে কোন ভাবেই ক্রেতাদের কাছ থেকে লাগামছাড়া দাম না নেওয়া হয়। প্রশাসনের এরকম পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি দাম কমানোর জন্য কি কি করা উচিত তা নিয়ে দীর্ঘ আলোচনা ও করেন আধিকারিকরা।

Advertisement
Tags :
Advertisement