For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রাজ্যের সরকারি কর্মীদের ভ্রমণ ভাতার নয়া দুই নিয়ম জারি

রাজ্যের সরকারি কর্মীদের Leave Travel Concession-এর ক্ষেত্রে ২টি নিয়মের ক্ষেত্রে বদল এনেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
04:12 PM Jun 23, 2024 IST | Koushik Dey Sarkar
রাজ্যের সরকারি কর্মীদের ভ্রমণ ভাতার নয়া দুই নিয়ম জারি
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: এ রাজ্যের সরকারি কর্মীদের(West Bengal State Government Employees) জন্য ভ্রমণ ভাতার(Travel Allowance) ব্যবস্থা রয়েছে। সেই দুই ভাতা হল LTC বা Leave Travel Concession এবং HTC বা Home Travel Concession। এবার লোকসভা ভোট মিটে যেতেই LTC ভাতার ক্ষেত্রে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার ২টি নিয়ম নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন এই নিয়মে সরকারি কর্মী ও অধিকারিকদের ভ্রমণ ভাতায় গাড়ির ভাড়ার টাকার ক্ষেত্রে অর্থ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর শুধু টাকার ক্ষেত্রে নয়, টাকার অঙ্ক অনুমোদনের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দফতর।

Advertisement

উল্লেখ্য Leave Travel Concession-এ নির্দিষ্ট সময় অন্তর সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য ট্রেন বা বিমানের টিকিটের দাম পান রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু সেই ট্যুরের মধ্যে গাড়ি ভাড়া করলে কত টাকা পাওয়া যাবে, সেই সংক্রান্ত এতদিন নির্দিষ্ট কোনও নিয়ম ছিল না। এবার সেই বিষয়টিই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থ দফতরের নয়া বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, কোনও ব্যক্তি গাড়ি ভাড়া করলে তাঁকে প্রতি কিলোমিটারে ১৬ টাকা করে দেওয়া হবে। শুধু তাই নয়, টাকার অনুমোদনের নিয়মেও আসছে পরিবর্তন। নয়া বিজ্ঞপ্তি অনুয়ায়ী, এই সংক্রান্ত বিষয়গুলি অনুমোদনের জন্য আর অর্থ দফতরেও পাঠাতে হবে না। সেক্ষেত্রে ওই ব্যক্তি যে দফতরের কর্মী, সেই সংশ্লিষ্ট দফতরই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

Advertisement

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে গাড়ি ভাড়ার বিল পেশ করা হলেও সেই টাকা পাওয়া যাচ্ছে না। আবার কখনও কখনও অত্যাধিক গাড়ি ভাড়ার বিল পেশের অভিযোগও উঠেছে। ফলে সেই টাকা পাশ হওয়ার ক্ষেত্রে জটিলতাও দেখা দিয়েছে। মূলত সেই সমস্ত জটিলতা কাটাতেই এবার গাড়ি ভাড়ার ক্ষেত্রে টাকার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে টাকা পাওয়ার ক্ষেত্রে যেমন কর্মীদের সমস্যার মুখোমুখি হতে হবে না, তেমনই অত্যাধিক গাড়ি ভাড়ার বিল আসার বিষয়টিও এড়ান যাবে। এই দুই নিয়ম ছাড়া বাকি সমস্ত নিয়মাবলী অপরিবর্তিত থাকছে বলেও জানিয়ে দিয়েছে অর্থ দফতর।

Advertisement
Tags :
Advertisement