OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মহারাষ্ট্রে বিধানসভা ভোটে কাঁধ মিলিয়ে লড়বে মহা বিকাশ আগাড়ি

04:42 PM Jun 15, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে মরাঠা ভূমে বিজেপি’র নেতৃত্বাধীন মহাদ্যুতি জোটকে কার্যত ধুলো চাটিয়ে ছেড়েছে কংগ্রেস-এনসিপি (এসপি) ও শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মহা বিকাশ আগাড়ি। লোকসভা ভোটের পরেই জল্পনা চলছিল, কংগ্রেস ও শরদ পওয়ারের হাত ছেড়ে এনডিএ’তে ফিরতে পারেন উদ্ধব ঠাকরে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে বালাসাহেব ঠাকরের পুত্র জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে রাজ্যে বিধানসভা নির্বাচনেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে মহা বিকাশ আগাড়ি জোট।

লোকসভা ভোটে মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে ৩০ আসনে জয়ী হয়েছে মহা বিকাশ আগাড়ি। সিঙ্গোলি আসন থেকে জয়ী নির্দল প্রার্থীও কংগ্রেসকে সমর্থন জানানোর কথা জানিয়েছেন। ফলে রাজ্যে ইন্ডিয়া জোটের সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। লোকসভা ভোটের ফলাফলের পরে যথেষ্টই উজ্জীবিত মহা বিকাশ আগাড়ি জোটের নেতারা। আগামী বিধানসভা ভোটে রাজ্যের ‘মিলিজুলি’ সরকারকে ধুলো চাটাতে বিশেষ পরিকল্পনাও করেছেন তারা। সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের দৌহিত্র প্রকাশ আম্বেদকরকে যাতে মহা বিকাশ আগাড়িতে সামিল করা যায় সেই চেষ্টা চলছে।

লোকসভা ভোটের ফলাফলের পরে এদিনই আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেন মহা বিকাশ আগাড়ির নেতারা। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি (এসপি) নেতা শরদ পওয়ার এবং রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বান। সাংবাদিক সম্মেলনে মরাঠা ভূমে এনডিএ’র ভরাডুবির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান শরদ পওয়ার। খোঁচা দিয়ে তিনি বলেন, ‘যেখানে-যেখানে মোদি রোড শো ও সভা করেছেন, সেখানেই এনডিএ’র প্রার্থীরা হেরেছেন। আমরা চাই, আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে আরও বেশি সভা ও রোড শো করুন প্রধানমন্ত্রী। যাতে মহা বিকাশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।’

শিবসেনা (উদ্ধব) সুপ্রিমো উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘বিজেপি যে অপরাজেয় নয়, মহারাষ্ট্রের সাধারণ মানুষ তা বুঝিয়ে দিয়েছে। লোকসভা ভোট ছিল সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে জয় হাসিল হয়েছে। বিধানসভা ভোটে রাজনৈতিক ধান্ধাবাজদের ক্ষমতা থেকে সরাতে জোট বেঁধেছে মরাঠাবাসী। সাধারণ মানুষের স্বার্থে জোট বেঁধে লড়বে মহা বিকাশ আগাড়ি।’

Tags :
Maha Vikas AghadiMaharashtra assembly electionsNCP (SP) president Sharad PawarShiv Sena (UBT) chief Uddhav Thackeray
Next Article