OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ইতিহাস গড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠল উগান্ডা

05:22 PM Nov 30, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। শ্রেষ্ঠত্বের শিরোপার লড়াইয়ে মোট ২০টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ইতিমধ্যেই ওই ২০ দেশ চূড়ান্ত হয়েছে। তার মধ্যে একটি দল এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলবে। আর ওই দলটি হল উগান্ডা।  

বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০ দলের নাম ঘোষণা করা হয়েছে। ওই ২০ দলের মধ্যে আগেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ১২টি দেশ। ওই দেশগুলি হলো-অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব থেকে মোট আটটি দেশ চূড়ান্ত পর্বে পৌঁছেছে। ওই আটটি দেশ হলো- কানাডা (আমেরিকা অঞ্চল), নেপাল এবং ওমান (এশিয়া), পাপুয়া নিউ গিনি (পূর্ব এশিয়া-প্যাসিফিক), আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড (ইউরোপ), নামিবিয়া ও উগান্ডা (আফ্রিকা)। একদিনের বিশ্বকাপের মতো টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে।

বিশ্বকাপের মূলপর্বে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে কার্যত ইতিহাস গড়েছে উগান্ডা। শেষ ম্যাচে কার্যত রুয়ান্ডাকে উরিয়ে দিয়েছেন উগান্ডার খেলোয়াড়রা। প্রথম ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৬৫ রানে গুটিয়ে গিয়েছিল রুয়ান্ডার ইনিংস। ব্যাট করতে নেমে ৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। উল্লেখ্য, আগামী বছরের ৪ জুন শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। চলবে ৩০ জুন পর্যন্ত।

Tags :
T20 World CupUganda createsUganda creates historyZimbabwe
Next Article