OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

৬৫ বছর আগের স্কুলের রিপোর্ট কার্ড প্রকাশ্যে আনলেন মার্কিন ধনকুবের

কারণ তাঁর রিপোর্ট কার্ডে মোটেও ভাল কিছু ছিল না, বরং তাঁর প্রতি শিক্ষকদের খারাপ পর্যালোচনাই ছিল। তখন তিনি ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন।
04:37 PM Apr 10, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: বহু সিনেমার মাধ্যমে তুলে ধরা প্রভাবশালীদের জীবনী দর্শকদের কাছে ব্যপক অনুপ্রেরণা মূলক। জীবনের প্রতি হেরে যাওয়া মানুষও এভাবেই নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পায়। তেমনি মাঝে মধ্যেই সেলিব্রিটি বা বিশ্বের গণ্যমান্য ব্যক্তিদের একেকটা অনুপ্রেরণা মূলক পোস্ট মানুষদের মৃত্যুর মুখ থেকেও বাঁচিয়ে তুলতে পারে। কে না চায় বলুন তো, ধনী হতে! ব্যাপক অর্থ কামাতে, কিন্তু তার জন্যে সবার আগেই দরকার কঠোর পরিশ্রম।

যার কিছুটা দায় থাকে শিক্ষাগত যোগ্যতার উপরেও। তাই খেলায় হার জিত যেমন আছে, তেমন সাফল্যের পথে অনেক বাধাবিঘ্ন আসবে, সবটা পেরিয়ে লক্ষ্যে পৌঁছনোর আরেক নাম জীবন। সম্প্রতি ব্রিটিশ ধন কুবের রিচার্ড ব্র্যানসনের একটি পোস্ট আপনাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে। ধনকুবের তাঁর স্কুল জীবনের রিপোর্ট কার্ড দেখিয়ে রীতিমতো ভ্যাবাচ্যাকায় ফেলে দিলেন দর্শকদের। এতদিন পর্যন্ত কীভাবে যত্নে রেখে ছিলেন তিনি তাঁর রিপোর্ট কার্ড, সেটাই ভাবাচ্ছে সবাইকে। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন তাঁর অনুসারীদের ৬৫ বছর আগেকার স্কুলের রিপোর্ট কার্ড দেখিয়ে অবাক করলেন। কারণ তাঁর রিপোর্ট কার্ডে মোটেও ভাল কিছু ছিল না, বরং তাঁর প্রতি শিক্ষকদের খারাপ পর্যালোচনাই ছিল। তখন তিনি ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন।

যে কারণে তাঁর লিখতে ও শিখতে খুবই অসুবিধা হত। তাই পড়াশোনায় ক্ষেত্রে "খুব পিছিয়ে" ছিলেন। আগামী সপ্তাহেই লঞ্চ হবে তাঁর জীবনী সম্বন্ধিত অডিওবুক। সেখানেই তাঁর জীবনের স্মৃতিকথা তুলে ধরলেন রিচার্ড। তাঁর রিপোর্ট কার্ডে শুধুই তাঁর পড়াশোনার মানের নিম্নরূপ ব্যক্ত করেছে শিক্ষকরা। পড়াশোনায় অতি খারাপ থাকলেও তিনি আজ সফলতার চূড়ান্তে। বিলিয়নেয়ার শেয়ার করেছেন, খারাপ স্মৃতির কারণে তিনি অন্যান্য ছাত্রদের তুলনায় প্রতিবন্ধী ছিলেন।অঙ্কে খুব কাঁচা ছিলেন। ফরাসিতে সামান্য উন্নিত হলেও ইংরেজিতে খুবই খারাপ ছিলেন। তাঁর স্কুলের এই রিপোর্ট কার্ডটি ১৯৫৯ সালের। যখন তিনি ইংল্যান্ডের এঙ্গেলফিল্ড গ্রীনের প্রিপ স্কুল স্কাইটক্লিফের ছয় থেকে ১৩ বছর পড়াশোনা করেছেন। ডিসলেক্সিয়া নিয়ে স্কুলে যাওয়া মোটেও সহজ ছিল না, কিন্তু রোগ তাঁকে জীবনের সঙ্গে সংগ্রাম করতে শিখিয়েছে। ইতিমধ্যেই বিলিয়নিয়ারের রিপোর্ট কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই রিপোর্ট কার্ডটি তাঁর ১১ বছর বয়সের। ভক্তরাও তাঁর এমন প্রয়াসে অনেক মন্ত্রমুগ্ধ।

Tags :
UK Billionaire Richard Branson Shares School Report Card From 65 Years Ago
Next Article