For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রাজা চার্লসের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন ঋষি সুনক

03:52 PM Jul 05, 2024 IST | Srijita Mallick
রাজা চার্লসের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন ঋষি সুনক
Advertisement

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সংসদ নির্বাচনে একেবারে  ভরাডুবি হয়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনক। মাত্র ১২১টি আসন পেয়েছে সুনকের কনজারভেটিভ পার্টি। এরফলে সরকার গঠন করতে চলেছে বিরোধী লেবার পার্টি। তাই শুক্রবার রাজা চার্লসের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র  জমা দিলেন ঋষি সুনক।

Advertisement

এদিন শেষবারের মত ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে সুনক জানান, ‘ নির্বাচনে কেয়ার স্টারমারের লেবার পার্টি বিপুল ভোটে জয়ী হয়েছে। সেইজন্য শুক্রবার তিনি রাজা চার্লসের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন।‘ পাশাপাশি ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে ভোটারদের উদ্দেশ্যে সুনক বলেন,’ আমি আপনাদের রাগ, হতাশার কথা শুনেছি। সেইজন্য আপনাদের এই রায়দান আমি গ্রহণ করছি। সকল কনজারভেটিভ প্রার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু সাফল্য না আসার জন্য আমি দুঃখিত।‘

Advertisement

ব্রিটেনের পার্লামেন্টের নিয়ম অনুযায়ী মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন।প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪১২ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১  আসন। অনান্যরা পেয়েছে ৬৭ আসন। ফলাফল প্রকাশিত হতেই প্রায় ১৪ বছর পর ১০ ডাউনিং স্ট্রিটে এবার ঠিকানা হতে চলেছে  লেবার পার্টির প্রধানমন্ত্রীর ।  বলা বাহুল্য ২০২২ সালে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন। তবে তাঁর কার্যক্রম যে একেবারে মেনে নিতে পারেনি ব্রিটেনের নাগরিক তা এদিনের ফলাফলে স্পষ্ট।

Advertisement
Tags :
Advertisement