OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রোহিতদের জন্য ‘অপয়া’ই রয়ে গেলেন আম্পায়ার রিচার্ড কেটেলবরো

12:11 AM Nov 20, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: কেউ বলতে পারেন, কাকতালীয়। কেউ বলতেই পারেন, কুসংস্কার ছাড়া আর কিছু নয়। কিন্তু বাস্তব হলো তিনি থাকলেই ভারত হারে। রবিবারও তার অন্যথা হল না। আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে রিচার্ড কেটেলবরোর নাম ঘোষণা করার পরেই এক অজানা আশঙ্কা গ্রাস করেছিল কোটি-কোটি ভারত সমর্থকদের। তাদের আশঙ্কা যে অমূলক ছিল না, ফের এক বার প্রমাণ হল। গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত খেলেও ফাইনালে অজিদের কাছে দুরমুশ হলেন রোহিত শর্মারা। ফের একবার ভারতের কাছে ‘অপয়া’ হয়ে রইলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার।

গত নয় বছরে আইসিসি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার নকআউট পর্বে ভারতের যে সব ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন কেটেলবরো, তার কোনওটাতেই জয়ের মুখ দেখেননি রোহিত শর্মারা। শুরুটা হয়েছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল থেকে। সেবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। ওই ম্যাচে আম্পায়ারদের মধ্যে ছিলেন কেটেলবরো। জিততে পারেনি ভারত। পরের বছর ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। সেবার ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। আম্পায়ার হিসেবে ছিলেন কেটেলবরো। হারতে হয়েছিল বিরাট কোহলিদের। পরের বছর ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। ওই ম্যাচেও হারতে হয় ভারতীয় দলকে। আম্পায়ার হিসেবে ছিলেন সেই কেটেলবরো।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মারা। ওই ম্যাচেও অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবরো। পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। এরপর ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ। মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। আম্পায়ারদের মধ্যে অন্যতম ছিলেন কেটেলবরো। সেবারও পরাজিত হয় বিরাট কোহলির ভারত। রবিবারের বিশ্বকাপ নিয়ে টানা ছয়বারই ভারতের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন ইংল্যান্ডের কেটেলবরো। আর প্রতিবারই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

Tags :
ICC World Cup 2023 FinalIndia vs AustraliaRichard KettleboroughUmpire Richard Kettleborough
Next Article