For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মেয়ের মৃত্যুর ঠিক পরদিনই আত্মঘাতী বিখ্যাত সোশ্যাল মিডিয়া প্রভাবশালী

৩৪ বছর বয়সী মিশেল ইয়ং একজন সিঙ্গল মাদার ছিলেন। শনিবার আত্মহত্যা করেছেন তিনি। মেয়ের জন্মদিনের ঠিক একদিন পর।
01:02 PM Jan 22, 2024 IST | Sushmitaa
মেয়ের মৃত্যুর ঠিক পরদিনই আত্মঘাতী বিখ্যাত সোশ্যাল মিডিয়া প্রভাবশালী
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ফের ডিজিটাল ইনফ্লুয়েন্সার জগতে শোকের ছায়া। মেয়ের জন্মদিনের ঠিক পরের দিনেই আত্মহত্যা করে মারা গেলেন জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার মিশেল ইয়ং। যিনি একদিকে মার্কিন সেনাবাহিনীর সার্জেন্টও ছিলেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১ মিলিয়নের অধিক ফলোয়ার রয়েছে। ৩৪ বছর বয়সী মিশেল ইয়ং একজন সিঙ্গল মাদার ছিলেন। শনিবার আত্মহত্যা করেছেন তিনি। মেয়ের জন্মদিনের ঠিক একদিন পর।

Advertisement

মিসেস ইয়ং মিশেল ছিলেন ১২ বছর বয়সী কন্যা, গ্রেসির মা। তবে কেন তিনি আত্মহত্যা করলেন তা জানা যায়নি। স্টাফ সার্জেন্ট ইয়ং-এর বন্ধু সারাহ মেইন GoFundMe- তে লিখেছেন, মিশেল ইয়ং একজন সুন্দর আত্মা এবং একজন আশ্চর্যজনক বন্ধু, একজন একক মা, একজন সৈনিক। কিন্তু আমি জানতাম না, এত প্রতিভা বান হয়েও তাঁর মনে কি চলছিল৷ আমরা কখনই আমাদের হৃদয়ের শূন্যতা পূরণ করব না এবং সবসময় প্রশ্ন থাকবে কেন?" মিশেল ইয়ং আত্মহত্যার কয়েকদিন আগেও মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করেছিলেন। সামরিক বাহিনীতে থাকার পাশাপাশি, মিসেস ইয়ং একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইউজারও ছিলেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১ মিলিয়নের অধিক অনুসরণকারী।

Advertisement

এছাড়াও তিনি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডগুলির জন্য মডেলিং করেছেন। তিনি নাকি মানসিক চিকিৎসার জন্য ডাক্তার দেখাচ্ছিলেন। সেপ্টেম্বরে, আত্মহত্যা প্রতিরোধ অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়ে একটি পোস্ট শেয়ার করে বলেন যে, তাঁর বড় ভাইও মাত্র ১৪ বছর বয়সে আত্মহত্যা করে মারা গিয়েছেন। তবে মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করতে না পেরেই মিশেল ইয়ং আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা স্পষ্ট। তাঁর বন্ধু মিস মেইন আরও বলেছেন যে, "মিশেল বেঁচে ছিলেন, তার মেয়ে গ্রেসি, যিনি তার পুরো পৃথিবী ছিল। কিছুই তার মাকে প্রতিস্থাপন করতে পারে না।" তবে তাঁর মৃত্যুতে তার মেয়ে গ্রেসিকে সরাসরি সমর্থন করার জন্য বিশেষ তহবিলের আয়োজন করা হয়েছে। Ms Young-এর GoFundMe পৃষ্ঠায় $30,000-এর বেশি সংগ্রহ করা হয়েছে।

Advertisement
Tags :
Advertisement