OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আমেরিকার ভেটো প্রয়োগ, রাষ্ট্রপুঞ্জের পূর্ণাঙ্গ সদস্যপদ পেল না প্যালেস্টাইন

10:11 AM Apr 19, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: গাজা উপত্যকায় ইজরায়েলি জল্লাদ বাহিনীর খুল্লামখুল্লা গণহত্যাকে আগেই সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বৃহস্পতিবার ভেটো প্রয়োগ করে প্যালেস্টাইনের  রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্যপদ পাওয়া আটকে দিলেন আমেরিকার প্রতিনিধি। আর ওয়াশিংটনের এই আচরণে বেজায় চটেছে রাশিয়া। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ‘ফিলিস্তিনিদের কী চোখে দেখে ওযাশিংটন, তা ভেটো প্রয়োগেই স্পষ্ট।’

বর্তমানে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক সদস্য হিসাবে রয়েছে প্যালেস্টাইন। এক যুগ আগে অর্থা‍ৎ ২০১২ সালেই স্থায়ী বা পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানিয়েছিল। নিয়মানুযায়ী, স্থায়ী সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যর সমর্থন প্রয়োজন। নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সাধারণ পরিষদের কাছে সংশ্লিষ্ট দেশকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার প্রস্তাব করা হয়।

গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া নিয়ে বিতর্কের পরে ভোটাভুটি হয়। ওই ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের সদস্য ১২টি দেশ প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে সমর্থন জানায়। ভোট দানে বিরত থাকে ব্রিটেন ও সুই‍ৎজারল্যান্ড। আর আমেরিকা ভেটো প্রয়োগ করে। ফলে ওই প্রস্তাব গৃহীত হয়নি। ওয়াশিংটনের এমন ভূমিকায় বেজায় চটেছে রাশোইয়া। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমেরিকা কী চোখে প্যালেস্তানিয়দের দেখে তা প্রমাণিত। ইজরায়েলের স্বার্থরক্ষাই বাইডেন প্রশাসনের একমাত্র কাজ।’ ভেটো প্রয়োগ করে প্যালেস্টাইনের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া রুখে দেওয়াও বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Tags :
Palestinian request for full UN membershipUN MembershipUS Veto
Next Article