For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কুখ্যাত গ্যাংস্টারের সাক্ষা‍ৎকার নিতে গিয়ে অপহৃত মার্কিন ইউটিউবার

11:49 AM Mar 30, 2024 IST | Sundeep
কুখ্যাত গ্যাংস্টারের সাক্ষা‍ৎকার নিতে গিয়ে অপহৃত মার্কিন ইউটিউবার
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কথায় বলে, সাহস ভালো। কিন্তু দুঃসাহস? নৈব নৈব চ! নিজের ইউটিউবের গ্রাহক ও ফলোয়ার বাড়াতে একটু বাড়তি দুঃসাহস দেখিয়েছিলেন মার্কিন ইউটিউবার অ্যাডিসন পিয়েরে মালুফ। আর তার জন্য বিশাল মূল্য চোকাতে হচ্ছে। আফ্রিকার অন্যতম অপরাধপ্রবণ দেশ হাইতিতে কুখ্যাত গ্যাংস্টার জিমি বারবিকিউ চেজিয়েরের সাক্ষা‍ৎকার নিতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছেন। মালুফকে অপহরণ করে মোটা টাকার মুক্তিপণ আদায়ের খেলায় নেমেছেন কুখ্যাত গ্যাংস্টার। মালুফের পরিবারের কাছে ৬ লাখ ডলার মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা। না দিতে পারলে? কী হবে, তা একমাত্র উপরওয়ালাই জানেন।

Advertisement

মার্কিন মুলুকে নেটা নাগরিকদের মধ্যে যথেষ্টই জনপ্রিয় ইউটিউবার অ্যাডিসন পিয়েরে মালুফ। তার ইউরফেলোআরব বা আরব ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৪ লক্ষ। বরাবরই বিশ্বের বিপজ্জনক স্থানগুলিতে গিয়ে সেখানকার কুখ্যাত ও বিখ্যাতদের সম্পর্কে অজানা তথ্য হাজির করেন। হাইতির কুখ্যাত গ্যাংস্টারদের সাক্ষা‍ৎকার নেওয়ার আশায় পাড়ি দিয়েছিলেন আফ্রিকার দেশটিতে। যে কাজ করতে যাচ্ছেন, তাতে যে যথেষ্ট ঝুঁকি রয়েছে, তা জানতেন মালুফ। তাই গত ১০ মার্চ হাইতি যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ‘আমি যদি বেঁচে থাকি, তা হবে ঈশ্বরের মহিমা।’

Advertisement

১৩ মার্চ হাইতিতে পা রেখেছিলেন মালুফ। ইচ্ছে ছিল দেশটির কুখ্যাত গ্যাংস্টার জিমি বারবিকিউ চেজিয়েরের সাক্ষা‍ৎকার নেবেন। আর সেই চেষ্টা করতে গিয়েই ১৪ মার্চ ৪০০ মাওজো গ্যাংয়ের কুখ্যাত অপরাধীদের হাতে অপহৃত হন মালুফ ও তার এক সহকর্মী। যিনি আবার হাইতির বাসিন্দা। মালুফকে নিজেদের হেফাজতে নেওয়ার পরেই কুখ্যাত গ্যাংস্টারের পক্ষ থেকে ৬ লাখ ডলার মুক্তিপণ চাওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪০ হাজার ডলার ওই গ্যাংস্টারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ৫.৬ লক্ষ ডলার অবিলম্বে মেটানোর জন্য লাগাতার চাপ দিয়ে চলেছে হাইতির কুখ্যাত দুষ্কৃতীরা। মালুফের বন্ধু লালেম সমাজ মাধ্যমে এক পোস্টে ওই অপহরণের কথা জানিয়েছেন। বন্ধুকে কুখ্যাত গ্যাংস্টারের কবল থেকে মুক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন।

Advertisement
Tags :
Advertisement