OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

'স্যাম বাহাদুর'-এ প্রতিদিন শুটিং শেষে এই কাজটি করতেই হত ভিকি কৌশলকে

ছবিটির একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিংয়ের জন্যে, আমরা ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ক্যাডেটদের সঙ্গে শুটিং করেছি। এই সময়ে, আমি প্রতিদিন ১০টি করে নকল পুশআপ দিয়ে ড্রিলস শেষ করতাম।
03:52 PM Nov 25, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ ডিসেম্বর রণবীর কাপুরের 'Animal' এর পাশাপাশি মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের 'স্যাম বাহাদুর'। মেঘনা গুলজার নির্মিত ছবিটি ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর জীবনের উপর ভিত্তি করে তৈরি, যার চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ছবিতে স্যামের স্ত্রী সিল্লুর চরিত্রে অভিনয় করছেন সান্যা মালহোত্রা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন ফাতিমা সানা শেখ। এই মূহুর্তে ছবির প্রচারে দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন ভিকি। সান্যা ও ফতেমাকে খুব কমই দেখা যাচ্ছে। যাই হোক, ছবির ট্রেলারটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ছবির জন্যে প্রচুর প্রশিক্ষণ নিতে হয়েছে ভিকি কৌশলকে। আর অভিনেতাকে সেই ট্রেনিং দিয়েছে দেশের সৈন্যবাহিনীরা। এদিন ছবির মুক্তির কয়েকদিন আগে ভিকি কৌশল ছবিটির একটি বিটিএস ভিডিও শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর অন্যান্য সহকর্মীদের সঙ্গে পুশআপ করছেন।

বিটিএসটি শেয়ার করে ভিকি জানিয়েছেন যে, 'ছবিটির একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিংয়ের জন্যে, আমরা ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ক্যাডেটদের সঙ্গে শুটিং করেছি। এই সময়ে, আমি প্রতিদিন ১০টি করে নকল পুশআপ দিয়ে ড্রিলস শেষ করতাম। তবে শুটিং শেষ হওয়ার পর প্রতিদিন তাঁদের সঙ্গে আরও ১০টি করে ইমিটেশন পুশআপ করতে হত। নয়তো তাঁরা ট্রেনিং দিতেন না। এতটাই হার্ড ওয়ার্ক করতেন তাঁরা। এটা আমার জন্য রি-আপের মতো ছিল। আমি যতই ক্লান্ত থাকি না কেন, এই কাজটি করতেই হত। এমন সুশৃঙ্খল জায়গা আগে দেখিনি। IMA-এর ছেলেরা সত্যিই খুব স্পিরিটেড।" সুতরাং বোঝাই যাচ্ছে, অভিনেতা ছবির জন্যে খুবই কঠিন পরিশ্রম করেছেন।

'স্যাম বাহাদুর' সম্পর্কে

'স্যাম বাহাদুর' ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া প্রথম ভারতীয় সেনা অফিসার স্যাম মানেকশ-এর জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যিনি পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধে ভারতের বিজয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার চিত্রিত করে।মূল চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। ছবিতে আরও অভিনয় করেছেন নীরজ কবি, এডওয়ার্ড সোনেনব্লিক, গোবিন্দ নামদেব এবং মোহাম্মদ জিশান আইয়ুব। দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।

Tags :
Vicky kaushal
Next Article