For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

Father's Day: জেনে নিন বলিউডের ৪ বিখ্যাত বাবা ছেলের জুড়ি

11:02 AM Jun 16, 2024 IST | Reshmi Khatun
father s day  জেনে নিন বলিউডের ৪ বিখ্যাত বাবা ছেলের জুড়ি
courtesy google
Advertisement

নিজস্ব প্রতিনিধি :  বাবা মানেই হল ত্যাগ, কঠোর পরিশ্রম করে ছেলেমেয়েদর মুখে অন্ন তুলে দিতে সমস্ত রকমের ত্যাগ করে থাকে একজন বাবা। বাবা আর ছেলেময়েদের মধ্যে সম্পর্ক চিরকালই মধুর।  বলিউডেও এমন কিছু বাবা ছেলে রয়েছে যাঁদের সম্পর্ক আজও অটুট। মানুষ বারবার তাঁদের দেখতে চায়। কেননা এই সম্পর্ক যে আত্মার বন্ধন। জেনে নিন ৪ বিখ্যাত বাবা ছেলের জুটি কারা কারা।

Advertisement

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন: বলিউড সিনেমার অন্যতম জুটি হল অমিতাভ এবং অভিষেক। একসময় বলিউট কাঁপিয়েছে অমিতাভ। এখনও তাঁর জনপ্রিয়তা কমে যায় নি। স্টেজে উঠলেই হইচই পড়ে যায়। দর্শকদের মনে বিপুল পরিমাণে জায়গা করে নিয়েছে অমিতাভ। বাবা এবং ছেলের জুটি যখন সিনেমার পর্দায় আসে তখন সেই সিনেমাটি মানুষের মনে সারা জীবনের জন্য জায়গা করে নেয়। এই বাবা-ছেলের জুটি ‘সরকার’, ‘বান্টি ওর বাবলি’, ‘পা’ - এর মত কিছু দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

Advertisement

শাহরুখ এবং আরিয়ান খান : আজও বলিউড কাঁপাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান। তবে ছেলে আরিয়ান খান তেমন জনপ্রিয়তা না পেলেও বাবার সঙ্গে নাম উঠেই আসে ছেলের। এই বাবা-ছেলের জুটি ‘দ্যা লায়ন কিং’ নামক একটি অ্যানিমেটেড সিনেমায় একসঙ্গে ভয়েস দিয়েছিলেন।

ঋষি কাপুর এবং রণবীর কাপুর : একসময়ের বিখ্যাত সুপারস্টার ছিল ঋষি কাপুর।বর্তমানে তিনি না থাকলেও ছেলে রণবীর কাপুর বর্তমান প্রজন্মের অন্যতম ক্রাশ। ‘বেশরম’ সিনেমার মাধ্যমে ঋষি এবং রণবীরের দুর্দান্ত জুটি দেখা গেছে।

জ্যাকি এবং টাইগার শ্রফ : বলিউডের একজন খ্যাত অভিনেতা টাইগার শ্রফ। এই বাবা ছেলের জুটি কিন্তু ভীষণ জনপ্রিয় মানুষের মধ্যে। যদিও একসঙ্গে অভিনয় না করতে দেখা যায় নি।

Advertisement
Tags :
Advertisement