OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘কাকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য ৩ মাস ধরে ভোট’, প্রশ্ন মমতার

কাকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য ৩ মাস ধরে ভোট? বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না। ওরা সারা দেশে ঘুরে বেড়াবে, প্রচার করবে - দাবি মমতার।
04:43 PM Apr 20, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রচার মঞ্চ থেকে জাতীয় নির্বাচন কমিশন(ECI) এবং কেন্দ্রের শাসক দলের গোপন আঁতাত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন উত্তরবঙ্গের(North Bengal) মালদা জেলায়(Malda District) তিনি ২টি সভা করেন। তার মধ্যে প্রথম সভাটি তিনি করেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা গাজোল(Gazole) বিধানসভা কেন্দ্রে। গাজোলের কলেজ মাঠে সেই সভা আয়োজিত করা হয় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। সেই সভা থেকেই মমতা সরব হন ৩ মাস ধরে ভোট চলা নিয়ে। তিনি বলেন, ‘কাঠফাটা রোদ। প্রতি বার এই সময়ে ভোট ফেলা হয়। অন্যান্য বার মে মাসের মধ্যে ভোট শেষ হয়ে যায়। এ বার জুন অবধি চলবে। কাকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য ৩ মাস ধরে ভোট? বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না। ওরা সারা দেশে ঘুরে বেড়াবে, পার্টির হয়ে প্রচার করবে। তাই ৩ মাস ধরে ভোট। নির্বাচন শুরু হয়ে গিয়েছে, তবুও প্রধানমন্ত্রী(Narendra Modi) সেনার কপ্টার ব্যবহার করছেন। আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয়। মোদী প্লেন ব্যবহার করেন। সব সুবিধা নেন। গরমে আপনারা আমার সভায় এসেছেন। আপনাদের ধন্যবাদ।’

এর পাশাপাশি মমতা মোদি ও বিজেপিকে নিশানা বানিয়ে বলেন, ‘১০০ দিনের কাজের টাকা ওরা দেয়নি। আটকে রেখেছে। কিন্তু বাংলা ভিক্ষা চাইবে না। যত বেশি সাংসদ আমরা নেব, তত বেশি দিল্লি থেকে কাজ করতে পারব। বাংলার প্রাপ্য আদায় করব। আমরা প্রকল্প চালু করেছি— কর্মশ্রী। এর মাধ্যমে জব কার্ড হোল্ডারদের ৫০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে। কেউ চাইলে ৬০ দিনও করতে পারেন। টা রাজ্য সরকার করবে। দিল্লি করবে না। এটা আমরা থাকলে হবে, দিল্লি থাকলে হবে না। দিল্লিতে আমাদের সরকার আসবে, বিশ্বাস রাখুন। কাউকে কাউকে বলছে অনেক টাকা দেব। কাউকে বলছে পাঁচ কোটি দেব, কাউকে বলছে দশ কোটি দেব। তুই সাইলেন্ট থাক। আর ভোটটা আমার হয়ে করে নে। না হলে CBI-ED ধরবে। ওরা তো ক্ষমতাতেই আসবে না। বাংলায় ২০২১-এর নির্বাচনের আগে BJP কী বলেছিল? ইস বার ২০০ পার, ১০০-ও পার করতে পারেনি। বিজেপিকে ভোট দিলে জানবেন, ওরা আর নির্বাচনই হতে দেবে না। তাই ওদের ভোট দেবেন না। বিজেপিকে ভোট দিলে এটাই শেষ নির্বাচন। একটাই নেতা থাকবে দেশে। আর তিনি বাকি দেশটাকে জেলখানায় পরিণত করবেন। আপনারা কি তাই চান? তা হলে দেশটাকে বাঁচান।’

মমতা এদিন উত্তর মালদার বিজেপি সাংসদ এবং এবারের নির্বাচনের পদ্মপ্রার্থী খগেন মূর্মুকে নাম করেও আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, ‘খগেনবাবু, আপনাকে ভোট দিতাম যদি আপনি বাংলার হয়ে আওয়াজ তুলতেন। কিন্তু মালদার মাটিতে তো আপনাকে খুঁজেই পাওয়া যায় না। খগেন আপনাদের কাছে ভোট চাইতে গেলে খগেন মুর্মুকে জিজ্ঞাসা করুন যখন বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কোথায় ছিলেন? মালদার মানুষ যখন বিপদে পড়েন তিনি কোথায় ছিলেন? কেন ১০০ দিনের কাজ বন্ধ? কেন সংসদে প্রশ্ন তোলেননি? আপনি কোথায় ছিলেন? ওদের বড় সাহস! বলছে লক্ষ্মীরভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন সাহস ভাল কিন্তু দুঃসাহস ভাল নয়। আপনারা ভয় পাবেন না, ইডি-সিবিআইকে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। খগেনকে নয়, প্রসূনকে ভোট দিন। ও আপনাদের হয়ে সংসদে জোর গলায় কথা বলবে। আপনাদের কাজ করবে। প্রসূন আপনাদের ফেলে চলে যাবে না। মাটি কামড়ে পড়ে থেকেই লড়াই করবে। মার খাবে তবুও মাটি ছেড়ে পালাবে না।’

Tags :
EciGazole.Loksabha Election 2024Malda DistrictMamata BanerjeeNarendra modinorth bengal
Next Article