OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বিধানসভায় মুখ্যমন্ত্রী আসতেই ওয়াকআউট বিজেপি বিধায়কদের

রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে এদিন মুখ্যমন্ত্রী ঢুকতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন কক্ষ ত্যাগ করেন পদ্ম-বিধায়করা।
12:24 PM Dec 04, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) শীতকালীন অধিবেশন(Winter Session) চলছে এখন। এদিন অর্থাৎ সোমবার সকালে আবারও বসেছে অধিবেশন। সেই কারণেই এদিন রাজ্য বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বেলা ১০টার কিছু পরেই তিনি এসে পৌঁছান। ১০টা ১৫মিনিট নাগাদ তিনি রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে ঢুকতেই শ্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ছেড়ে বেড়িয়ে যান বিজেপির বিধায়কেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নেতৃত্বে অধিবেশন কক্ষ ত্যাগ করেন পদ্ম-বিধায়করা(BJP MLA's)। প্রসঙ্গত, তিন রাজ্যে বিপুল জয়ের পর আজ বেশ খানিকটা চনমনে পদ্ম শিবির। বিধানসভায় লাড্ডু বিলিরও কথা রয়েছে তাঁদের। তবে এহেন ওয়াকআউটের পর কীভাবে লাড্ডু বিতরণ হবে বা গেরুয়া শিবিরের পরবর্তী কর্মসূচি কী তা জানা যায়নি এখনও।   

আগের দিন অধিবেশন কক্ষে তৃণমূল-বিজেপি দু’পক্ষই একে অপরকে দেখে ‘চোর চোর’ স্লোগান তুলেছিল। বঞ্চনা ও দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে দু’পক্ষই একে অপরকে দুষেছিল। ওই দিন তৃণমূল বিধায়করা কালো পোশাক ও মুখ্যমন্ত্রী কালো পাড়ের শাড়ি করে প্রবেশ করেন কক্ষে। সেই রেশ রয়েছে আজও। সোমবার অধিবেশন বয়কট করা হবে তা আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী আসলেই কক্ষ ত্যাগ করবেন তাঁরা। এই মর্মে আগেই ঘোষণা দিয়েছিলেন শুভেন্দু। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন হাউস শুরুর জন্য যাবতীয় বক্তব্য রাখার পর বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রথমে ‘চোর-চোর’ স্লোগান দেন। পরবর্তীতে শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও সহ বাকি বিজেপি বিধায়করাও ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। এরপরেই ওয়াকআউট করেন তাঁরা।

ঘটনাচক্রে এদিন থেকেই রাজ্য বিধানসভায় ক্যামেরা নিয়ে বেশ কড়াকড়ি করা হচ্ছে। বিধানসভায় সর্বত্র ক্যামেরা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিধানসভায় প্রেস কর্ণারের মধ্যে শুধু ক্যামেরার প্রবেশাধিকার থাকছে। মোবাইল ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রেও নজর রাখা হচ্ছে। সঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় বেশ কড়াকড়িও করা হচ্ছে। একই সঙ্গে জানা গিয়েছে, বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় বিজেপির যে ১১জন বিধায়কের নামে FIR দায়ের করা হয়েছিল তাঁরা এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁরা এই মামলায় দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন। সেই আবেদন মঞ্জুর করে মামলার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিনই দুপুর ১টায় এই মামলার শুনানি হবে।

Tags :
BJP MLA'sMamata BanerjeeSuvendu AdhikariWest Bengal State AssemblyWinter session
Next Article