OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘ওয়াশিং মেশিন ভাজপা, কিন্তু গদ্দারদের ভাল হবে না’, চ্যালেঞ্জ মমতার

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কলকাতায় তৃণমূলের সভামঞ্চ থেকে বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও তাপস রায়কেও নিশানা বানালেন মমতা।
06:02 PM Mar 07, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook, Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কলকাতায়(Kolkata) তৃণমূলের(TMC) সভামঞ্চ থেকে বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী(Central Force) ও তাপস রায়কেও(Tapas Roy) নাম না করেই নিশানা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে আশ্বস্ত করলেন ১০০ দিনের কাজের প্রকল্পে নাম নথিভুক্ত থাকা বাংলার প্রায় লক্ষ লক্ষ Job Card Holders-দের। নিশানা বানালেন খোদ প্রধানমন্ত্রীকে। এমনকি প্রশ্ন ছুঁড়ে দিলেন নাম না করেই জাতীয় নির্বাচন কমিশনকেও। দেখে নিন একনজরে, কাকে কী বললেন মমতা।

কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে – ‘বাংলার সৌজন্যতাকে দুর্বলতা ভাববেন না। ভাবছেন, অত্যাচার করবেন আর তৃণমূলকে ঢ্যাঁড়স ভাববেন। মনে রাখবেন ঢ্যাঁড়স যেমন আছে কাঁচাকলাও আছে। উচ্ছে করলা সবই আছে। মিষ্টি চিরতাও আছে। কোনটা খাবেন ঠিক করে রাখুন। এখন থেকে পাঠিয়ে দিয়েছে ঘুরে বেড়াচ্ছে। সব স্কুল, কলেজ হাসপাতাল ছেড়ে দাও, স্টেডিয়াম ছেড়ে দাও। বাবুরা ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে। ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না। ভয় পাবেন না। যদি জিজ্ঞাসা করে কাকে কিস কো ভোট দেনা হ্যয়, বলবেন আপকো। আর ভোটটা আপনার নিজের। কেন্দ্রীয় দলের প্রতি সৌজন্য দেখিয়েছি, ভাল আচরণ করেছি, মিষ্টি খাইয়েছি, মিষ্টি দই দিয়ে পাঠিয়েছি, বাংলা সৌজন্য জানে। আমরা কারও গায়ে হাত দিইনি এটা মনে রাখবেন।’

তাপস রায় প্রসঙ্গে – ‘আমরা আ করলেই আলোচনা হয়, ওরা মেরে ফেললেও কথা হয় না। এজেন্সি পকেটে ভরে সেফ করছেন। তৃণমূলে থাকলেই চোর, বিজেপিতে গেলে ওয়াশিং পাউডার ভাজপা। ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয়ে আবার চলে যাচ্ছে। বাবা ইডি ধরেছে, একদিন বাড়ি গিয়েছে যদি আবার যায়। তাকে ফোন করে গদ্দাররা, ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলে যাও হয়ে যাবে। ইডি না সিবিআইয়ের অফিসারের একটা স্টেটেমন্ট দেখছিলাম মিডিয়ায়। বলছে তৃণমূল দেখে দেখে ধরো। কিন্তু মনে রেখো গদ্দারদের ভাল হবে না।’ মমতা এদিনের সভা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আমি আজ সুদীপদা, নয়নাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের ব্যবস্থার জন্য।’ কার্যত মমতা বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলে এবং তাঁর কাছে গুরুত্ব বেশি সুদীপের। তাপস চলে গেলেও তাতে কিছু দায় আসবে না।  

১০০ দিনের কাজের প্রকল্প প্রসঙ্গে – ‘আমরা ৫৯ লক্ষ লোককে টাকা দিয়েছি। আমাদের ১০০ দিনের কাজ চলবে। তবে নামটা একটু বদলে দিয়েছি। ওটা কর্মশ্রী। Job Card Holders-রাই কাজ পাবে। এমনিতেও আগে ১০০ দিন বললেও ৩০-৩৫ দিন হতো। ১০০ দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দেওয়ার পরও আমরা বাংলায় ৪৫ দিন করেছি মনে রাখবেন। গত অর্থবর্ষে। যেটা মার্চে শেষ হবে। ৪৫ দিন যদি আমি করতে পারি, আমি ৫০ দিনও করতে পারি। সুতরাং ৫০ দিনের কর্মশ্রীতে ওই কাজ করাব Job Card Holders-দের। নিশ্চিন্তে থাকুন।’

নরেন্দ্র মোদির প্রসঙ্গে – ‘উনিশের ভোটে ১৮টা এমপি ওদের জিতেছিল। বিজেপি কী করেছে বাংলার জন্য। কাল যে উদ্বোধন হয়েছে সব টাকা আমার দেওয়া। আমি যখন রেলমন্ত্রী ছিলাম প্রতিটা মেট্রো প্রকল্পের জন্য টাকা রেখে এসেছিলাম। ২ লক্ষ কোটির ওপরে দিয়ে গিয়েছিলাম। এগুলো সব আমার সময়ে করা। কেউ শিলান্যাস করে, কেউ উদ্বোধন করে। ওনারা নাকি জল পৌঁছচ্ছেন। জমি, পাইপ, মেনটেন করব আমরা, ৪০ শতাংশ টাকা দেব আমরা। বলে বেড়াচ্ছে ঘরে ঘরে জল দিচ্ছি। গ্যাসের দাম বাড়ছে। এরপরও ভোট চাইছেন? একটা কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। আমি সবাইকে বলছি, ভাল করে ইভিএমটা চেক করবেন। ওদের পরিকল্পনা অনুযায়ী ২০টা জায়গায় নাকি চিপ লাগাচ্ছে। যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবেন। নজর রাখবেন ভাল করে। আর মনে রাখবেন যুদ্ধে যারা গদ্দারি করে তাদের ভাল হয় না। মানুষ ক্ষমা করে না।’

Tags :
central forceJob Card HoldersKolkataMamata BanerjeeTapas Roy.Tmc
Next Article