For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

Group-C পদে পোষ্যদের চাকরি পাওয়ার জটিলতা দূর করল রাজ্য

রাজ্যের সরকারি কর্মীর একজন পোষ্যের চাকরি পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।
12:09 PM Nov 30, 2023 IST | Koushik Dey Sarkar
group c পদে পোষ্যদের চাকরি পাওয়ার জটিলতা দূর করল রাজ্য
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: কর্মরত অবস্থায় মৃত বা শারীরিকভাবে অক্ষম রাজ্যের সরকারি কর্মীর একজন পোষ্যের চাকরি পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করল রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। রাজ্যের অর্থদফতর(Finance Department) এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে। এর ফলে রাজ্য সরকারের আঞ্চলিক অফিসগুলিতে Group-C Lower Division Assistant বা LDA পদে পোষ্যদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা ছিল, তা কাটল বলে মনে করা হচ্ছে। কোনও পোষ্যের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি থাকলে তিনি Group-C পদে চাকরি পাওয়ার যোগ্য‌। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী LDA’র চাকরি পেতে গেলে কম্পিউটারে টাইপ করার পরীক্ষায় পাশ বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে এই পরীক্ষা কারা নেবে সেটা নিয়ে জটিলতা থাকায় Group-C পদে চাকরি হচ্ছিল না।

Advertisement

অর্থদপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে আঞ্চলিক অফিসগুলিতে পোষ্যদের LDA’র চাকরি দেওয়া যাবে। তবে চাকরি স্থায়ী হওয়ার আগে বা প্রবেশনে থাকার সময় কম্পিউটার টাইপ পরীক্ষায় পাশ করতে হবে। কৃতকার্য না হওয়া পর্যন্ত চাকরির স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি হবে না। রাজ্য সরকারের নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র এই পরীক্ষা নেবে। প্রসঙ্গত PSC পরীক্ষা দিয়ে যে অ্যা Assistant-রা চাকরি পান তাঁদের কম্পিউটার পরীক্ষা এই সংস্থা নিয়ে থাকে। এবার থেকে তাঁরা LDA’র চাকরির জন্যও Computer Type’র পরীক্ষাও নেবে।

Advertisement

এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, ‘রাজ্যের সরকারি কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে বা শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে তাঁর পোষ্যদের চাকরি পাওয়ার যে নিয়ম রয়েছে সেখানে দেখা যচ্ছিল ওই সব পোষ্যদের অনেকেরই উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা Group-D পদে চাকরি নিতে বাধ্য হচ্ছিলেন। কেননা তাঁদের Computer Type জানা ছিল না। এবার সেই বাধা কেটে গেল। তাঁরা Group-C পদে যোগ দিয়ে পরে সেই পরীক্ষা দিতে পারবেন।’

Advertisement
Tags :
Advertisement