OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘বিজেপির বিরুদ্ধে আমরা একলাই লড়বো’, ফের একা চলার বার্তা মমতার

২৪'র ভোটে বাংলার মাটিতে কোনও জোট হচ্ছে না কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। মালদা থেকে ফের তা আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
02:16 PM Jan 31, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: সামনেই ২৪’র মহাভোট(General Election 2024)। দেশের সরকার গড়ার ভোট। দেশ কে চালাবে বা কারা চালাবে, সেটা নির্ধারণ করার ভোট। সেই ভোটে জয়ের লক্ষ্যেই কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি এবং তাঁর দল বিজেপিকে পরাস্ত করতে গড়ে উঠেছে INDIA জোট। সেই জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেস(INC) ও তৃণমূল(TMC)। কিন্তু বাংলার মাটিতে এই দলের মধ্যে যে কোনও জোট হচ্ছে না, সেটা এদিন অর্থাৎ বুধবার একসময়কার কংগ্রেস প্রভাবিত মালদা জেলা(Malda District) থেকেই ফের আরও একবার বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bannerjee)। সাফ জানালেন, ‘বিজেপির সঙ্গে আমাদের লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপকে কেউ যদি ভরতবর্ষে পরাস্ত করতে পারে, তা পারে শুধু তৃণমূল কংগ্রেস।’

বস্তুত মমতা গত ডিসেম্বর মাস থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন, তৃণমূল জাতীয় স্তরের রাজনীতিতে INDIA জোটের রাজনীতিতে থাকলেও বাংলার মাটিতে একাই লড়বে ২৪’র ভোটে। এদিন মমতা কংগ্রেস ও বাম দুই শিবিরকেই নিশানা বানিয়ে সাফ বুঝিয়ে দিলেন বাংলার মাটিতে কংগ্রেসের হাত ধরবে না তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একাই লড়বে জোড়াফুল। তিনি বলেন, ‘পরপর দুবার কংগ্রেস জিতেছে। কী করেছে? বরকতদা যখন ছিলেন কিছু করেছিলেন। বরকতদার পরিবার লড়ুক আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপির সঙ্গে ফাইট একমাত্র তৃণমূলও পারবে, আর কেউ পারবে না। মাথা তুলে দাড়ান, বাংলাই পথ দেখাবে দেশকে। যারা দেশকে পথ দেখাতে পারে না, তাঁরা বড় বড় কথা বলে। মিথ্যের আশ্রয় নেয়। আর যারা দেশকে পথ দেখাতে পারে তাঁরা কাজ করে। আমরা কথা কম বলি, কাজ করি। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বিজেপির বিরুদ্ধে আমরা একাই লড়ব। অনেকে ভোটের আগে রাজনীতি করতে আসে। আমি রাজনীতি করতে কম আসি। বিজেপিকে একমাত্র তৃণমূল কংগ্রেসই হারাতে পারে। বিজেপিকে টাইট দিতে পলেটিক্যাল ফাইট আমরাই দিতে পারি। আমরা না থাকলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।’

কেন তিনি ২৪’র ভোটে বাংলার মাটিতে কংগ্রেসের হাত ধরবেন না এদিন মালদার সভা থেকে সেই ব্যখাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘সিপিএম আমায় অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। সেই সিপিএম-কে আমি কোনওদিন ক্ষমা করব না। আর সিপিএমের সঙ্গে যারা ঘর করে, আমি তাঁদেরও ক্ষমা করবো না। আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও বিধায়ক নেই, ২টি এমপি তোমাদের সিট দিচ্ছি। আমরা জিতিয়ে দেব। বলল না, আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না। তুমি আগে সিপিএমের সঙ্গ ছাড়। ওরা বিজেপির সঙ্গে ঘর করে। আমি ওদের ক্ষমা করি না। বিজেপির হাত শক্তিশালী করছে সিপিএম-কংগ্রেস। সিপিএমের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। অনেকে ভোটের আগে রাজনীতি করতে আসে। আমি আসি না।’

Tags :
General Election 2024INCindiaMalda DistrictMamata Bannerjee.Tmc
Next Article