OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘ঝগড়া বরদাস্ত করব না, একসঙ্গে কাজ করুন’, দলকে বার্তা মমতার

দেগঙ্গার তৃণমূলের কর্মীসভা থেকে একাধিক বার্তা দিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা বেশ কড়া।
04:33 PM Dec 28, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: কার্যত ২৪’র ভোটের(General Election 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেশজুড়েই সব দল নিজেদের ঘর গোচ্ছাছে। তাই তৃণমূলনেত্রীও এবার জোর দিয়েছে দলের একটার ওপর। দলের সব নেতাকর্মীরা আগামী লোকসভা নির্বাচনের জন্য যাতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েন তার জন্য এদিনই অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার দেগঙ্গার(Deganga) বুকে অনুষ্ঠিত হয়ে যাওয়া তৃণমূলের(TMC) কর্মীসভা থেকে একাধিক বার্তা দিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বার্তা বেশ কড়াও। সাফ জানিয়ে দিলেন, ‘তৃণমূল মানে নিজেকে সেবা নয়, মানুষের সেবা করা। কেউ যদি ভাবে লোকালি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালবেসে নিজেকে ভালবাসব, তাহলে সেটা তৃণমূলে হবে না। আমি বড়, তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠকের কাজ না। মানুষের সঙ্গে যে যত মিশবে, মানুষের আনন্দে দুঃখে যে ৩৬৫ দিন পাশে থাকবে, মানুষ তাঁকেই মনে রাখে।’ 

উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে ৫টি লোকসভা কেন্দ্র। বনগাঁ, বসিরহাট, বারাসত, ব্যারাকপুর ও দমদম। এর মধ্যে উনিশের ভোটে বনগাঁ ও ব্যারাকপুর গিয়েছিল বিজেপির দখলে। পরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলে ফিরে এলেও তাঁর সঙ্গে ব্যারাকপুরের তৃণমূলের সংগঠনের মতপার্থক্য ও বাদানুবাদ প্রকাশ্যে এসেছে সাম্প্রতিককালে একাধিকবার। এদিন সেই অর্জুন যখন মঞ্চে বসে তখন সেই মঞ্চ থেকেই দলের নেতা থেকে কর্মী থেকে জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিয়েছেন মমতা। বলেছেন, ‘বড় হয়েছি বলে কাউকে পাত্তা দেব না। এটা হতে পারে না। আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন। পার্টির কথা মনে রাখছেন না। তৃণমূলে থেকে নিজেকে নয়, মানুষের সেবা করতে হবে। পুরনো কোনও কর্মী অভিমান করে থাকলে, তাঁদের বাড়ি থেকে ডেকে আনুন। আমি যখন ছোটবেলায় রাজনীতি করতাম, তখন হাসপাতালে একটা রোগীকেও ভর্তি করতে পারতাম না। আর আজকে স্বাস্থ্য সাথী থেকে সবুজ সাথীর সাইকেল, স্মার্ট ফোন থেকে কোনটা হয়নি বলুন তো? সংখ্যালঘু ভাইবোনেদের ৯৭ শতাংশ ওবিসির আওতায় এনে আমরা সকলকে উচ্চশিক্ষার সরকারি সুবিধার মধ্যে এনেছি। এভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের হয়ে এত কাজ, এর আগে কোথায় কে করেছে বলুন তো?’

এরপরেই তিনি বলেন, ‘আমাকে ৩৬৫ দিন কাজ করতে হয়। তাই ছাত্রযৌবনকে বলব আরও বেশি করে এগিয়ে আসুন। একসঙ্গে কাজ করুন। দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কিছু কিছু এলাকায় কেউ কেউ নিজেদের কেউকেটা মনে করছেন বলে শুনতে পাচ্ছি। নিজেদের জন্য দলের মুখটা মনে রাখছেন না। মনে রাখছেন না আমাকে যে এত খাটতে হচ্ছে। আপনাদের জন্য, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, সারাজীবন মার খেতে খেতে এই জায়গায় এসে পৌঁছেছি। মন্ত্রীদের বলব, জেলায় বেশি করে ঘুরুন। দরকারে চায়ের দোকানে আড্ডা দিন। হঠাৎ করে কোনও গ্রামে চলে যান, মানুষের কী সমস্যা সেটা দেখতে হবে। মানুষের সমস্যার দিকে নজর দিন। দরকার হলে চায়ের দোকানে বসুন। সিনিয়র নেতাদের অসম্মান করা যাবে না। যদি কেউ দুঃখ করে ঘরে বসে থাকেন, তাহলে তাঁকে ডেকে নিয়ে আসুন। গ্রাম সভা থেকে জেলা পরিষদ, উন্নয়নে কাজগুলো আরও বেশি করে করুন।’

Tags :
DegangaGeneral Election 2024Mamata BanerjeeNorth 24 ParganaTmc
Next Article