OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মঙ্গল সকালেই বর্ধিত DA পেয়ে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা

গত ডিসেম্বর মাস পর্যন্তও ৬ শতাংশ হারে DA পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এ মাস থেকে শুরু হল ১০ শতাংশ হারে DA প্রাপ্তি।
01:39 PM Jan 30, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: তিনি যা বলেন সেটাই করেন। যা দেবেন তিনি বলেন সেটা দিয়েই ছাড়েন। কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) হিসাবে তিনি গত বছরের বড়দিনের সময় ঘোষণা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) মহার্ঘ্য ভাতা বা Dearness Allowance যাকে অনেকেই DA নামে চেনেন, তা আরও ৪ শতাংশ বাড়তি হারে দেওয়া হবে। ওই মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে DA পেয়েছেন। ঠিক ১ মাস বাদে তাঁরা এদিন অর্থাৎ মঙ্গলবার সকালেই পেয়ে গেলেন আরও বাড়তি ৪ শতাংশ DA। সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের DA প্রাপ্তির হার দাঁড়ালো ১০ শতাংশ। এদিন সকালেই রাজ্যের সরকারি কর্মচারীদের নয়া DA সহ মাইনে ঢুকে গিয়েছে বলেই জানা গিয়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বেতন ঢুকে গিয়েছে তাঁদের।

গত ২৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ DA ঘোষণা করেন। নতুন হারে DA সহ বাড়তি অঙ্কের বেতন অ্যাকাউন্টে ঢোকায় স্বাভাবিক ভাবেই এখন খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা। গত ডিসেম্বর মাস পর্যন্তও ৬ শতাংশ হারে DA পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এ মাস থেকে শুরু হল ১০ শতাংশ হারে DA প্রাপ্তি। এদিন সকালেই অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীর মোবাইল স্ক্রিনেই ভেসে উঠেছে ব্যাঙ্ক থেকে পাঠানো বেতনের মেসেজ। সাধারণত প্রতি মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যেই সেই মাসের মাইনে কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। গত ২৯শে ডিসেম্বরের পর এদিন ৩০শে জানুয়ারি মাইনে পেলেন তাঁরা। এ মাস থেকে যে যার Basic Salary’র ১০ শতাংশ হারে DA পাচ্ছেন। যেমন, রাজ্যের Group-D কর্মচারীদের ন্যূনতম Basic Salary ১৭,০০০ টাকা। নতুন হারে তাঁরা তাই ন্যূনতম ১৭০০ টাকা DA হিসেবে পাবেন। ঠিক একইভাবে রাজ্যের Group-C কর্মচারীরা পাবেন ন্যূনতম ২২৭০ টাকা।   

Tags :
Basic Salary.Chief Minister of Bengaldearness allowanceMamata BanerjeeWest Bengal State Government Employees.
Next Article