For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘জয় শ্রীরাম’র কী মহিমা, যুবককে জড়িয়ে ধরলেন দেব

হনুমান জয়ন্তীর পূণ্য সকালে বাগডোগরা বিমানবন্দরে এক যুবক দেবকে দেখে জয় শ্রীরাম বলে শ্লোগান দেন। তা দেখে দেব তাঁকে কাছে ডেকে জড়িয়ে ধরেন।
01:31 PM Apr 23, 2024 IST | Koushik Dey Sarkar
‘জয় শ্রীরাম’র কী মহিমা  যুবককে জড়িয়ে ধরলেন দেব
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: দলনেত্রী যে শ্লোগান(Slogan) শুনলেই রেগে যান, সেই শ্লোগান শুনেই কিনা তাঁরই দলের সাংসদ জড়িয়ে ধরলেন এক যুবককে। তাও আবার যে সে সাংসদ নয়, বাংলা টলি হার্টথ্রব দেব(Dev)। মানে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের(Ghatal Constituency) তৃণমূল সাংসদ(TMC MP) দীপক অধিকারী। এদিন অর্থাৎ মঙ্গলবার সকালে তিনি কলকাতা থেকে পা বাড়িয়েছিলেন উত্তরবঙ্গের পথে। লক্ষ্য ছিল, তৃণমূলের হয়ে উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ। বাগডোগরা বিমানবন্দর(Bagdogra Airport) থেকে বার হওয়ার সময় তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’(Jay Sree Ram) স্লোগান তোলেন এক যুবক। সেই শ্লোগান শুনে কোনও বিরক্তি প্রকাশ নয়, বরং ওই যুবককে কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন দেব। আবার হাতও মেলালেন। সবটাই ঘটল আচমকা সাংবাদিকদের সামনেই। আর সেটাও হনুমান জয়ন্তীর পূণ্য সকালে। একেই বলে ‘জয় শ্রীরাম’র মহিমা।

Advertisement

দেব এই নিয়ে তৃতীয়বার ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রথমবার জোড়াফুলের হয়ে ঘাটালের ভোট ময়দানে নেমেছিলেন। যদিও তারও আগে থেকে তৃণমূলের নানা কর্মসূচীতে তাঁকে দেখা যেত। আর সাংসদ হওয়ার পরে তো ভোটের সময়ে তৃণমূলের কোনও কর্মসূচীতে দেবের অংশগ্রহণ দেখা যাবেই যাবে। তা সে রোড-শো হোক কী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। দেব কিন্তু নানান সময়ে চেষ্টা করেন সেই সব অনুষ্ঠানে বা সভাতে যোগ দিতে। এই যেমন এদিন তিনি উত্তর দিনাজপুরে তৃণমূলের একটি রোড শোতে অংশ নিতে চলে গিয়েছেন। যদিও দেবের এটা জানা ছিল না যে, বাগডোগরাতে তাঁকে দেখে কেউ ‘জয় শ্রীরাম’ শ্লোগান তুলবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এই প্রসঙ্গে জানান, ‘রামনবমীতে জয় শ্রীরাম বলতে আমার কোনও অসুবিধা নেই। ভারতবাসীকে কেউ যেন ধর্ম না শেখায়। আমরা মসজিদেও যাই, আবার অনেক মুসলমান শিরডি সাঁইবাবা মন্দিরেও যান। হ্যাঁ, অনেক সময় বিরোধী দলেরা দেখলে স্লোগান দেয়, ঠিক আছে। দেব জানে সবটা কী ভাবে সামলাতে হয়। সব কিছু রাগ, অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালবাসা দিয়েও হয়।’

Advertisement

যে যুবক এদিন দেবকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলেছেন, সেই যুবক যে রাজনৈতিক দলেরই হোন না কেন, তিনি আগে ভারতবাসী। এমনটাই মনে করেন দেব। তাঁর কথায়, ‘সবার আগে উনি ভারতবাসী এবং আমরাই এই বিভাজনটা করে রেখেছি। হিন্দু মুসলিম, বিজেপি, তৃণমূল— বড় বড় নেতা এই বিভাজন তৈরি করে। ভালবাসা দিয়ে সবটাই হয়। উনি জয় শ্রীরাম বলছেন আমাকে দেখে, এটা ওঁর দোষ নয়।’ এর পাশাপাশি তিনি জানান, ‘আমি চাই, সব আসনই আমরা জিতব। কিন্তু বাকিটা জনসাধারণের ওপর নির্ভর করবে।’ উল্লেখ্য, রামনবমীর দিন নিজের নির্বাচনী কেন্দ্র ঘাটালে শ্রীরামচন্দ্রের পুজো দিয়েছিলেন দেব। সে দিন তাঁর গলাতে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গিয়েছিল। পুজো দিয়ে এলাকায় জনসংযোগও সেরেছিলেন।

Advertisement
Tags :
Advertisement