OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

'পুরুষরা একটিতে যা বেতন পেত, তা আমরা ১৫-১৬টি ছবি করার পর পেতাম': রবিনা

মহিলা অভিনেতারা ১৫-১৬ টি ছবিতে কাজ করার পরে তেমন উপার্জন করতেন। তখন অভিনেত্রী দের জন্য অর্থ খুব ভাল ছিল না। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বেতনের বৈষম্য।
05:40 PM Apr 17, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: দেশ যতই স্বাধীন হোক না কেন, মেয়েরা যতই পুরুষের কাঁধে কাঁধে তাঁদের সমান হওয়ার চেষ্টা করুক না কেন, এ দেশে লিঙ্গ বৈষম্যতা থাকবে, সেটা সমাজই চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছে ক্ষণে ক্ষণে। বিনোদন মহলেও একই চেহারা। সেখানে অভিনেতাদের থেকে বরাবরই কম পারিশ্রমিকে কাজ করে এসেছেন নায়িকারা। এবার প্রকাশ্যেই বলিউডের লিঙ্গ বৈষম্যতা নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন। ৯০-এর দশকে অন্যতম হিট অভিনেত্রী হলেন রবিনা ট্যান্ডন। তাঁর ঝুলিতে রয়েছেন একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র।

একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন। এখনও তাঁর আইকনিক গান 'টিপ টিপ বরষা' দর্শকদের চোখে লেগে রয়েছে। তবে নায়কের মতো একই পরিশ্রম করলেও তিনি পারিশ্রমিক পেতেন নায়কের বেতনের একাংশ। তাঁর মতে, পুরুষ অভিনেতারা একটি চলচ্চিত্র করার পরে যা উপার্জন করতেন, মহিলা অভিনেতারা ১৫-১৬ টি ছবিতে কাজ করার পরে তেমন উপার্জন করতেন। তখন অভিনেত্রী দের জন্য অর্থ খুব ভাল ছিল না। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বেতনের বৈষম্য। পুরুষ তারকারা অনেক বেশি পেত। তারা এক ছবিতে যা পেত, আমরা, ১৫ টি চলচ্চিত্র করে তা পেতাম। ব্যক্তিগতভাবে আমি সবার জন্য কথা বলতে পারি না, পুরুষ সহযোগীদের মতো অর্থ উপার্জন করার জন্য আমাকে প্রায় ১৫-২০ টি চলচ্চিত্র করতে হত।"

রবিনা আরও বলেন, সলমান খান এবং আমির খান কম চলচ্চিত্র করতেন। সেই দিনেও, আমির এবং সলমান নির্বাচন করে ছবি করতেন। আজকের তারকা দের পরিস্থিতির তুলনায় অনেক অর্থ অনেক কম ছিল।" এছাড়াও, কর্পোরেটরা চলচ্চিত্র প্রযোজকরা বলিউডে আসার পর থেকে বলিউডে বেতনের উন্নতি হয়েছে। রবিনাকে শেষবার ডিজনি হটস্টার ফিল্ম 'পাটনা শুক্লা'-এ দেখা গিয়েছিল, যার সহ-অভিনেতা সতীশ কৌশিক এবং মানব ভিজ। আরবাজ খান প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন বিবেক বুদাকোটি। এরপর তাঁকে 'ওয়েলকাম 3' তে দেখা যাবে। যেখানে অভিনয় করছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, দিশা পাটানি, লারা দত্ত, পরেশ রাওয়াল এবং আরও অনেকে।

Tags :
raveena tandon
Next Article