For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'ফাইটার'-এ হৃতিকের ফিগার ধরিয়েছে আগুন, নেপথ্যে এর রহস্য কী?

বলিউডের হ্যান্ডসাম কিং হৃতিক রোশন। গ্রিক গড নামেও পরিচিত তিনি। কিছুদিন আগেই ৫০ বছরে পড়েছেন অভিনেতা। জীবনের ৫০ দশক পেরিয়ে গিয়েছেন তিনি, কিন্তু তাতে কী?
12:08 PM Jan 12, 2024 IST | Sushmitaa
 ফাইটার  এ হৃতিকের ফিগার ধরিয়েছে আগুন  নেপথ্যে এর রহস্য কী
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বলিউডের হ্যান্ডসাম কিং হৃতিক রোশন। গ্রিক গড নামেও পরিচিত তিনি। কিছুদিন আগেই ৫০ বছরে পড়েছেন অভিনেতা। জীবনের ৫০ দশক পেরিয়ে গিয়েছেন তিনি, কিন্তু তাতে কী? তাঁর ফিগার দেখলে এখনও লজ্জা পাবে কুড়ি বয়সী তরুণরাও। তবে নিজেকে সর্বদা ফিট রাখতে কী করেন তিনি, জানা আছে কী আপনাদের?

Advertisement

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের 'ফাইটার'। সেখানে অভিনেতার ফিগার দেখে পাগল গোটা দেশের রমণীরা। ফাইটারের টিজারের বিস্ফোরক অভিনেতার দুর্ধর্ষ ফিগার নিমেষেই কাত করে দিয়েছে ইন্টারনেট বাসীদের। হৃতিক এবং দীপিকা পাড়ুকোনের চমকপ্রদ রসায়ন ছাড়াও, ভক্তদের আগুনে জ্বালিয়েছে হৃতিকের অবিশ্বাস্য ফিগার। এর নেপথ্যে রহস্য কী? অবশ্যই তীব্র ওয়ার্কআউট, উপযুক্ত ডায়েট।

Advertisement

ইন্ডিয়া টুডে-র সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে, হৃতিক রোশনের ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিন প্রকাশ করেছেন, তিনি ওয়ার্কআউটের মধ্যে দৌড়ানো, সাঁতার সবটাই বহাল রেখে ছিলেন। তিনি সুশৃঙ্খল শয়ন সময় বজায় রেখেছিলেন, রাত ৯ টার মধ্যে ঘুমাতে যেতেন। তিনি প্রতিদিন ছয় থেকে সাতবার খাবার খেতেন। তিনি প্রাথমিকভাবে ডায়েটে রাখতেন, মুরগির মাংস, ডিমের সাদা অংশ, প্রোটিন, মাছ, জটিল কার্বোহাইড্রেট যেমন ওটস, ভাত এবং মিষ্টি আলু। সিদ্ধার্থ আনন্দের আসন্ন ছবিতে, হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন এই প্রথম জুটি বাঁধছেন। যার মধ্যে আরও অভিনয় করছেন অনিল কাপুর এবং করণ সিং গ্রোভার।

Advertisement
Tags :
Advertisement