OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

যখন আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে গ্রেফতার হয়েছিলেন অজয় দেবগন

এটি একটি হোলি পার্টি ছিল এবং আমরা কলেজে ছিলাম। অজয় দেবগন জিপ চালাচ্ছিলেন, আর তিনি বললেন, চল বান্দ্রা যাই। তাই আমরা বান্দ্রা গিয়েছিলাম, এবং কার্টার রোডে যাওয়ার সময় আমাদের মনে হয়েছিল বিয়ার কিনি।
01:43 PM Mar 10, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: অজয় দেবগন, নিঃসন্দেহে বলিউডের একজন প্রথম সারির অভিনেতা। সুপারস্টার তকমাও যায় তাঁর নামের আগে। এই মূহুর্তে তাঁর হাতে একাধিক ছবির কাছ রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'শয়তান'। যেখানে তাঁর সঙ্গে আরও অভিনয় করেন দক্ষিণ সুপারস্টার সুরিয়ার স্ত্রী জ্যোতিকা এবং আর মাধবন। রহস্যে মোড়া এই ছবিটি এখনও পর্যন্ত ৩৩ কোটি টাকা আয় করে ফেলেছে বক্সঅফিসে। সম্প্রতি রিলিজ হয়েছে তাঁর 'ময়দান'-ছবির ট্রেলার। এছাড়াও তাঁকে আগামিতে দেখা যাবে, সিংহম আগেইনও। ইন্ডাস্ট্রিতে তিনি অ্যাকশন হিরো নামেই পরিচিত। কিন্তু জানেন কী, আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে একবার গ্রেফতার হয়েছিলেন অজয় দেবগন। কিন্তু ব্যাপারটা কী?

সম্প্রতি অভিনেতা বিন্দু দারা সিং একটি সাক্ষাৎকারে বলেছেন, অনেক বছর আগে হোলির সময় অজয় ​​দেবগনকে গ্রেফতার করেছিল পুলিশ। আসলে একবার হোলির সময় তিনি, অজয় দেবগন ​​এবং তাঁদের বন্ধুদের সঙ্গে মদ কিনতে দোকানে গেলে পুলিশ তাদের বাধা দেয়, এবং তখনই পুলিশ তাঁদের গাড়িতে 'আগ্নেয়াস্ত্র' দেখতে পায়, যার ফলে বিপাকে পড়েন অভিনেতা। যদিও বিন্দু পুলিশদের বুঝিয়েছিলেন যে, এগুলি একটি চলচ্চিত্রের প্রপস, যেখানে তাঁরা অজয় দেবগনের বাবা, অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের সঙ্গে কাজ করছিলেন। কিন্তু পুলিশ শোনেননি, তাদের পুলিশ স্টেশনে নিয়ে যায়।

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে সাক্ষাৎকারে, বিন্দু বলেছিলেন, "এটি একটি হোলি পার্টি ছিল এবং আমরা কলেজে ছিলাম। অজয় দেবগন জিপ চালাচ্ছিলেন, আর তিনি বললেন, চল বান্দ্রা যাই। তাই আমরা বান্দ্রা গিয়েছিলাম, এবং কার্টার রোডে যাওয়ার সময় আমাদের মনে হয়েছিল বিয়ার কিনি। আমরা চার-পাঁচজন লোক ছিলাম যারা নেমে মদের দোকানে ঢুকে বিয়ার কিনে ফিরে এলাম। পুলিশ ভ্যানটি ঠিক সেখানে ছিল, এবং পুলিশ আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল, তখন তাঁরা জিজ্ঞাসা করেন, 'জিপে এই লোকগুলো কারা? জিপের মালিক কে। তখন তারা কিছু আমাদের জিপ থেকে 'তলোয়ার' এবং হকির সরঞ্জামও খুঁজে পায়। যা তাদের খুব সন্দেহজনক করে তুলেছে। তখনই পুলিশ আমাদের গ্রেফতার করেছে। তখন অবশ্য একজন বলেছিলেন, 'স্যার, সে ফাইট মাস্টার বীরু দেবগনের ছেলে। এই লোকটি দারা সিং এর ছেলে। যখন দুই থেকে তিনবার একই নাম নেওয়া হয়, তখন পুলিশ আমাদের রান্ধাওয়ার ছেলেকে স্টেশনে ডাকতে বলে, যে একজন কুস্তিগীর ছিল। এবং পরে তাঁরা আমাদের কথা সত্যি মানেন এবং আমাদের ছেড়ে দেন।”

Tags :
Ajay Devgan
Next Article