OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ম্যাক্সওয়েল-জাম্পাকে চিনতে পারলেন না ক্রিকেট ভক্ত ট্যাক্সিচালক

09:10 PM Jan 16, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: তাঁর গাড়িতেই সওয়ারি হয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের দুই তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা। ক্রিকেট ভক্ত ট্যাক্সিচালক নিমেষেই দু’জনের সঙ্গে জুড়ে দিলেন গল্প। অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে নিজের বিশেষজ্ঞের মতামতও জানালেন। এক সময়ে কৌতুহল না চাপতে পেরে ম্যাক্সওয়েল জিজ্ঞেসও করে ফেলেন, ‘ট্যাক্সিচালক ম্যাক্সওয়েলকে চেনেন কিনা?’ জবাবে সরল স্বীকারোক্তির সঙ্গে চালক জানান, ‘না’। এর পরেই নিজের পরিচয় দেন অজি তারকা ক্রিকেটার। আর তাতেই বিব্রতকর অবস্থায় পড়ে যান ট্যাক্সিচালক।  নিজের অজ্ঞতার জন্য দুঃখপ্রকাশও করেন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই কথোকথনের ভিডিও ক্লিপিংস।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সতীর্থ অ্যাডাম জাম্পাকে সঙ্গে নিয়ে একটি ক্যাবে সওয়ারি হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরনে কালো রঙের টি শার্ট। চোখে কালো রোদ চশমা। তাঁদের যে ক্যাব চালক চিনতে পারেননি, তা বুঝে যান ম্যাক্সওয়েল। তাই গাড়িতে উঠেই কৌতুহল চাপতে না পেরে চালককে জিজ্ঞেস করে বসেন, ‘বস, আপনি কী ক্রিকেট সম্পর্কে কিছু জানেন?’ প্রশ্ন শুনেই সবজান্তার মতো ক্যাব চালক বলতে শুরু করেন, ‘হ্যাঁ, আমি জানি। আমি নিয়মিত ক্রিকেট ম্যাচ দেখি।’ জবাব শুনে খানিকটা বিস্ময়ের সঙ্গে ক্যাব চালকের দিকে তাকান অ্যাডাম জাম্পা। পাশে বসা ম্যাক্সওয়েল ফের প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনি ক্রিকেট দেখেন?’

জবাবে খানিকটা হেসে ক্যাব চালক বলতে থাকেন, ‘হ্যাঁ, নিয়মিত দেখি। ক্রিকেট আমার পছন্দের খেলা।’ তার পরেই ম্যাক্সওয়েলদের ঠিকানা জানতে চান। জবাবে অজি তারকা ক্রিকেটার বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকি।’ ওই কথা শুনে বিজ্ঞের মতো চালক বলেন, ‘অস্ট্রেলিয়া সত্যিই ভালো দল। যখন রিকি পন্টিং অধিনায়ক ছিলেন, তখন তো অসাধারণ দল ছিল। এখন অবশ্য ততটা দুর্দান্ত নয়। তবে ভালো দল।’ ডেভিড ওয়ার্নার কেমন খেলোয়াড় তা জানতে চান ম্যাক্সওয়েল। জবাবে ক্যাব চালক বলেন, ‘ভালো খেলোয়াড়।’ ম্যাক্সওয়েল কেমন খেলোয়াড় জানতে চাওয়া হলে চালক হেসে বলেন, ‘এখন ম্যাক্সওয়েলও ভালো খেলছেন। তিনিও একজন ভালো খেলোয়াড়।’ ওই কথা শুনে নিজের পরিচয় আর লুকোননি অজি তারকা ক্রিকেটার।

Tags :
adam zampaGlenn MaxwellGlenn Maxwell And Adam ZampaTaxi Driver
Next Article