OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু কবে, দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী

05:46 PM Feb 29, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে। চলবে ১৮ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষের দিন। এদিন পরীক্ষা শেষের পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী জানান, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ৩ মার্চ সোমবার ও শেষ হবে ১৮ মার্চ মঙ্গলবার। ইতিমধ্যে পরীক্ষার রুটিন তৈরি হয়ে গিয়েছে। সেই রুটিন সংসদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। এই বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৯০ হাজার ২২১-এর সামা্ন্য বেশি। পরীক্ষা হয়েছে মোট ৬৭৯১টি স্কুলে। এবারে ২৩টি জেলাতেই ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। সদ্য মা হয়েছেন এমন ছয় জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন। পরীক্ষাকেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে না পারে, সেজন্য বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রে মেটাল ডিটেক্টর ও রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করেছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপের পরও বেশ কয়েকজনকে ধরা হয়েছে। যারাই এই প্রশ্ন ফাঁস করতে গিয়ে ধরা পড়েছে, তাদের বিষয়ে সংবেদনশীলভাবে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। দোষীদের চিহ্নিত করতে গিয়ে যেন কোনও হিউম্যান এরর না থাকে, সেই বিষয়টি নজর দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার চার জন পরীক্ষার্থী দুর্ঘটনার কারণে মারা গিয়েছেন। চার জনের মধ্য়ে দুজন হলেন মুর্শিদাবাদের, একজন পূর্ব বর্ধমান ও আরেকজন আলিপুরদুয়ারের পরীক্ষার্থী। 

 

 

 

Tags :
Bratya basuEducationHigher secondary
Next Article