OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘বুথের বাইরে কেন অশান্তি?’, মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন ডেপুটি নির্বাচন কমিশনারের

এদিন দুপুর ১টার মধ্যে বাংলার ৩টি লোকসভা কেন্দ্রেই ৫০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। তবে কমিশন উদ্বিগ্ন বুথের বাইরে অশান্তি নিয়ে।
02:17 PM Apr 19, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণের পালা। ওই ১০২টি কেন্দ্রের মধ্যে রয়েছে বাংলার(Bengal) ৩টি লোকসভা কেন্দ্রও। কিন্তু ওই ৩টি কেন্দ্রের মধ্যে কোচবিহার থেকে সব থেকে বেশি অশান্তির খবর কানে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের(ECI)। বাকি দুটি কেন্দ্র থেকেও অশান্তির খবর কানে গিয়েছে কমিশনের। শুধু যে অভিযোগ কানে গিয়েছে তাই নয়, দুপুর ১টা পর্যন্ত কমিশনের কাছে এই ৩টি কেন্দ্র থেকে সর্বমোট ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে। আর তার জেরেই এবার কিছুটা হলেও নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ডেপুটি নির্বাচন কমিশনার(Deputy Election Commissioner) নীতেশ ব্যস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(Chief Electoral Officer) আরিজ আফতাবকে ফোন করে তাঁর কাছ থেকে জানতে যান, বুথের বাইরে কেন এরকম অশান্তি হচ্ছে? কার্যত তাঁদের উদ্বিগ্নতার বার্তাই তিনি দেন আরিজকে। একই সঙ্গে এই অশান্তি ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে দুপুর ১টার মধ্যে এই ৩টি কেন্দ্রেই ৫০ শতাংশ ভোট(Polling Percentage) পড়ে গিয়েছে বলেই কমিশন জানিয়েছে।

জানা গিয়েছে, কমিশনের কাছে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম ৬ ঘন্টায় মোট ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে কোচবিহার থেকে অভিযোগ জমা পড়েছে ১৭২টি। আলিপুরদুয়ার থেকে অভিযোগ জমা পড়েছে ১৩৫টি এবং জলপাইগুড়ি থেকে অভিযোগ জমা পড়েছে ৭৬টি। এই সব অভিযোগের মধ্যে কমিশন ১৯৫টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে। দলগত ভাবে বিজেপি ও তৃণমূল ৯টি করে এবং সিপিএম ১টি অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, এদিন দুপুর ১টা পর্যন্ত বাংলার ৩টি লোকসভা কেন্দ্রে গড়ে ৫০.৯৬ শতাংশ ভোট পড়ে গিয়েছে। ওই সময় পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ৫০.৬৯ শতাংশ, আলিপুরদুয়ারে ৫১.৫৮ শতাংশ এবং জলপাইগুড়িতে ৫০.৬৫ শতাংশ। বিধানসভা মোতাবেক জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা মেখলিগঞ্জে ভোটদানের হার সব থেকে কম। সেখানে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪২.৭০ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে এই লোকসভা কেন্দ্রেরই ময়নাগুড়ি বিধানসভাতে। সেখানে ভোট পড়েছে ৫৪.৬৮ শতাংশ।

Tags :
bengalChief Electoral OfficerDeputy Election CommissionerEciPolling Percentage
Next Article