OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নির্ধারিত সময়েই 'বন্ড' তথ্য প্রকাশ, আশ্বাস প্রধান নির্বাচন কমিশনারের

06:39 PM Mar 13, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়াসীমার মধ্যেই নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। বুধবার এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। অর্থা‍ৎ আগামী শুক্রবার ১৩ মার্চ বিকেল পাঁচটাতেই নির্বাচনী বন্ডের পর্দাফাঁস হবে। উল্লেখ্য, গত সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ স্টেট ব্যাঙ্কের সময় বৃদ্ধির আর্জি  খারিজ করে মঙ্গলবারের মধ্যে বন্ড তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মোদি জমানায় চালু নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ।  

লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবারই দু’দিনের সফরে শ্রীনগরে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘শীর্ষ আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার বিকেলেই স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়া হয়েছে। ওই তথ্য শুক্রবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’ লোকসভা ভোটের নির্ঘন্ট কবে ঘোষণা হবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে না পারলেও প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘লোকসভা ভোটের জন্য সার্বিকভাবে প্রস্তুত কমিশন। অবাধে যাতে সাধারণ ভোটাররা গণতন্ত্রের সেরা উ‍ৎসবে সামিল হতে পারেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

ভোট এলেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাতারাতি গজিয়ে ওঠা ডিজিটাল মিডিয়ায় ফেক নিউজের বন্যা বয়ে যায়। আসন্ন লোকসভা ভোটে ফেক নিউজ রোধে প্রতিটি জেলায় কমিশনের তরফে সোশ্যাল মিডিয়া সেল খোলা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। জম্মু-কাশ্মীরে ভোটের সময়ে অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানোর কথাও জানিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তা।

Tags :
Chief Election Commissioner Rajiv KumarElectoral Bonds Datasupreme court
Next Article