OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আচমকাই ইস্তফা উইপ্রোর সিইও থিয়েরি দেলাপোর্তের

01:23 AM Apr 07, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আচমকাই ইস্তফা দিলেন তথ্য-প্রযুক্তি সংস্থা উইপ্রোর মুখ্য নির্বাহী আধিকারিক (সিইও) থিয়েরি দেলাপোর্তে। তাঁর জায়গায় নয়া সিইও হিসাবে দায়িত্ব পেয়েছেন শ্রীনিবাস পাল্লাইয়া। শনিবার শেয়ার বাজারের সংস্থা বিএসই’কে পাঠানো এক চিঠিতে এমনটাই জানিয়েছে দেশের সর্ববৃহ‍ৎ তথ্য-প্রযুক্তি সংস্থা। যদিও কী কারণে আচমকাই সিইও’র পদ থেকে দেলাপোর্তে ইস্তফা দিয়েছেন সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আগামী ১৯ এপ্রিল সদ্য সমাপ্ত অর্থ বর্ষের (২০২৩-২৪) চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক ফল প্রকাশ করার কথা রয়েছে উইপ্রোর। তার আগে আচমকাই সিইও’র পদ থেকে থিয়েরি দেলাপোর্তের সরে দাঁড়ানো নিয়ে উইপ্রোর অন্দরে নানা কানাঘুষো চলছে। সূত্রের খবর, যেভাবে দেশের বৃহ‍ৎ তথ্য-প্রযুক্তি সংস্থাকে পরিচালনা করছিলেন দেলাপোর্তে তাতে খুশি ছিলেন না উইপ্রোর পরিচালকরা। কেননা, গত অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিকে খুব একটা লাভের মুখ দেখেনি তথ্য-প্রযুক্তি সংস্থাটি। তাছাড়া আর্থিক মন্দা কাটাতে নিজেদের গণ্ডি ছাড়িয়ে তথ্য-প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রেও পা রাখতে চলেছে সংস্থাটি। সেক্ষেত্রে দেলাপোর্তে নয়া দায়িত্ব কতটা পারদর্শিতার সঙ্গে সামলাতে পারবেন তা নিয়ে যথেষ্টই সন্দিহান ছিলেন আজিম প্রেমজিরা। সংস্থার শীর্ষ কর্তাদের মনোভাব আঁচ করেই সিইও পদে ইস্তফা দিয়েছেন দেলাপোর্তে।

শনিবার বিএসই’কে পাঠানো চিঠিতে উইপ্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সিইও পদ থেকে দেলাপোর্তের ইস্তফা এদিনই মঞ্জুর করেছে সংস্থার পরিচালকমণ্ডলী। তাঁর জায়গায় শ্রীনিবাস পাল্লাইয়াকে সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদে নিয়োগ করা হয়েছে। ওই সিদ্ধান্ত এদিন থেকেই কার্যকর হয়েছে।

Tags :
BSEBuisness NewsSrinivas PalliaWiproWipro CEO Thierry Delaporte resigns
Next Article